সর্বনাশ! মাত্র ৫০০ টাকায় অনলাইনে বিক্রি হয়ে যাচ্ছে আপনার ব্যাঙ্কের সব তথ্য
নিজস্ব প্রতিবেদন: মাত্র ৫০০ টাকায় বিকিয়ে যাচ্ছে আপনার ব্যাঙ্ক সম্পর্কিত বহু তথ্য। সামান্য টাকা খরচ করেই আপনার ডেবিট ও ক্রেডিট কার্ডের সব তথ্য, সিভিভি নম্বর, ফোন নম্বর, ইমেল আইডি পেয়ে যাচ্ছে হ্যাকাররা। ব্যাঙ্ক সম্পর্কিত ওইসব তথ্য বিক্রি করা হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে।
মধ্যপ্রদেশ পুলিস এরকম একটি জালিয়াতি সাইটের সন্ধান পেয়েছে। এর পেছনে কাজ করছে একটি গ্যাং। পাকিস্তানে থেকে কাজকর্ম চালায় সে। একটি ক্রেডিট কার্ড জালিয়াতির তদন্ত করতে গিয়ে ওই জালিয়াত গ্যাংয়ের সন্ধান পায় মধ্যপ্রদেশ পুলিস।
সম্প্রতি মধ্যপ্রদেশ পুলিসের সাইবার সেলে একটি ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগ করেন জয়কৃষ্ণন গুপ্তা নামে এক ব্যক্তি। জয়কৃষ্ণন অভিযোগ করেন, তার ক্রেডিট কার্ড ব্যবহার করে থেকে কেউ ৭২,৪০১ টাকা তুলে নিয়েছে। ওই জালিয়াতির তদন্ত করতে গিয়ে মধ্যপ্রদেশ পুলিসের সাইবার সেল খোঁজ পায়, মুম্বইয়ের রাজেশ পিল্লাই নামে একজন ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে বিমানের টিকিট কেটেছে।
আরও পড়ুন-সাড়ে ছ'বছরের ব্যবধান মেটাল সৌজন্যের উষ্ণতা
মধ্যপ্রদেশ পুলিসের সাইবার সেলের এসপি জিতেন্দ্র সিং জানিয়েছেন, পুলিস মুম্বই থেকে রাজকুমার ও তার সঙ্গী রামপ্রসাদ নাদরকে গ্রেফতার করে। রাজকুমার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজেন্টের প্রাক্তন কর্মী ছিল। অন্যদিকে, নাদর ছিল এইচডিএফসি ব্যাঙ্কের কর্মী। দু'জনে মিলে আন্তর্জাতিক কোনও সাইট ব্যবহার করে ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে নিত। ওইসব সাইটে কোনও ওটিপি চাওয়া হয় না। সেই সুবিধেটাই ব্যবহার করত তারা।
আরও পড়ুন-বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, তোপ মুখ্যমন্ত্রীর