Taslima Nasrin: 'প্লিজ...বদলের বাংলাদেশে পাঠাবেন না, ভারতেই থাকতে দিন', অমিত শাহকে আর্জি তসলিমার!

Taslima Nasreen to Amit Shah: তসলিমা এক্স হ্যান্ডেলে অমিত শাহকে ট্যাগ করে কাতর আর্জি জানান। লেখেন, 'প্রিয় অমিতশাহজি নমস্কার। আমি ভারতে থাকি কারণ আমি এই দেশটিকে খুবই ভালোবাসি। গত ২০ বছর ধরে আমার দ্বিতীয় বাড়ি, 

Updated By: Oct 22, 2024, 12:47 PM IST
Taslima Nasrin: 'প্লিজ...বদলের বাংলাদেশে পাঠাবেন না, ভারতেই থাকতে দিন', অমিত শাহকে আর্জি তসলিমার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১১ সাল থেকে টানা দিল্লিতেই থাকেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। আগেই জানা গিয়েছিল, গত ২৭ জুলাই তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তসলিমা নিজেই জানিয়েছিলেন যে, একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করলেও কোনও উত্তর আসেনি। এবার বাধ্য হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠালেন তসলিমা।

তসলিমা এক্স হ্যান্ডেলে অমিত শাহকে ট্যাগ করে কাতর আর্জি জানান। লেখেন, 'প্রিয় অমিতশাহজি নমস্কার। আমি ভারতে থাকি কারণ আমি এই দেশটিকে খুবই ভালোবাসি। গত ২০ বছর ধরে আমার দ্বিতীয় বাড়ি, কিন্তু আমি খুব চিন্তিত, MHA আমার বসবাসের অনুমতির মেয়াদ বাড়াচ্ছে না। আমি খুবই কৃতজ্ঞ থাকব, যদি আপনি আমাকে এখানে থাকতে দেন।'

কিছুদিন আগেও লেখিকা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। তাসলিমার সোশ্যাল পোস্টে লিখেছিলেন, 'সরকারের কেউই আমার চেনা নয়। আমি কারও সঙ্গে যে যোগাযোগ করবো জানার জন্য যে কেন আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানো হচ্ছে না, তার উপায় নেই। গুগল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমেইল ঠিকানা নিয়ে ইমেইল করেছি, তার কোনও উত্তর পাইনি।' তিনি আরও লেখেন, 'যে দেশে জন্মেছিলাম, কিছু সত্য উচ্চারণ করেছি বলে সে দেশ নির্বাসন দিল, যে রাজ্যে ভাষার টানে আর প্রাণের টানে বাস করছিলাম, সে রাজ্যও অজ্ঞাত কারণে নির্বাসন দিল। আর যে শহরে বাস করছি এখন, অন্য কোনও দেশে বাস করার কোনও উপায় নেই বলে, সে শহরও কি অবশেষে তল্পিতল্পা গুটোতে বলবে?'

আরও পড়ুন:Bangladesh: হাসিনাপন্থী ছাত্র মিছিলে হঠাত্‍ই শোরগোল বদলের বাংলাদেশে...

প্রসঙ্গত, ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করায় নিজের দেশ (বাংলাদেশ) ছাড়তে বাধ্য হয়েছিলেন বিতর্কিত লেখিকা তসলিমা। তখন নির্বাসিত হয়ে দীর্ঘকাল ইউরোপে বসবাস করেছিলেন। এরপর তিনি ভারতে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নেন। পরবর্তী সময়ে ২০১১ সাল থেকে তিনি টানা দিল্লিতেই থাকছেন।

ভারতে নিজের অবস্থান-সংক্রান্ত জটিলতা ব্যাখ্যা করতে গিয়ে তসলিমা বলেন, তিনি এখানে একজন সুইডিশ নাগরিক হিসেবে থাকেন। বাংলাদেশে বর্তমান টালমাটাল পরিস্থিতির আগেই তাঁর ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। ২০১৭ সালেও একবার এরকম সমস্যা হয়েছিল। তবে সেই সময় তা প্রযুক্তিগত সমস্যা ছিল। এর পরই তিনি বলেন, মানুষ মনে করেন আমার সঙ্গে সরকার ও নেতাদের ঘনিষ্ঠতা আছে, তা কিন্তু নয়। পারমিট না পেলে আমি মারা যাব। এখন কোথাও যাওয়ার মতো অবস্থায় আমি নেই!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.