বেঙ্গালুরু ধর্ষণে অভিযুক্তর ল্যাপটপ থেকে মিলল শিশু পর্নোগ্রাফির ভিডিও, বিক্ষোভে রণক্ষেত্র
বেঙ্গালুরুতে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের ল্যাপটপ থেকে মিলল পর্নোগ্রাফির একগাদা ভিডিও। ধর্ষণে অভিযুক্ত ৩০ বছরের এই স্কেটিং শিক্ষিককে আজই আদালতে তোলা হল। এর আগে যে স্কুলে এই শিক্ষক কাজ করত, সেখানেও তার বিরুদ্ধে ধর্ষণ-শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বলে জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিস কমিশনার রাঘবেন্দ্র আউরেদকার।
অভিযুক্ত গ্রেফতার করার পর তল্লাশি চালানোর পর তার একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে পুলিস। সেই ল্যাপটপ তল্লাশি করে মেলে বেশ কয়েকটি পর্নোগ্রাফির ভিডিও। যার মধ্যে অধিকাংশই শিশু পর্নোগ্রাফির (চাইল্ড পর্নোগ্রাফি)।
এদিকে, এই ধর্ষণের প্রতিবাদে এবিভিপি’র বিক্ষোভ কর্মসূচীকে ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল বেঙ্গালুরু৷অভিশপ্ত স্কুলের বাইরে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে লাঠি চালাল পুলিস৷ র্যারিকেড ভাঙল জনতার বিক্ষোভ।
গতকাল ছ’বছরের পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় পথে নামে বাগিচা শহরের বহু মানুষ। শুধু সেই স্কুলের অভিভাবকেরাই নন, যোগ দিয়েছিলেন আশপাশের বহু স্কুলের ছাত্রছাত্রীর বাবা-মা-পরিজন। হাজির ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও। হাতে প্ল্যাকার্ড, কোনওটায় লেখা ‘দ্রুত বিচার চাই’। কোনওটায় আবার সরাসরি আক্রমণ,''যারা একটা ছ’বছরের শিশুর সঙ্গে এমন করতে পারে, তাদের যৌনাঙ্গ কেটে দেওয়া হোক! ওটাই একমাত্র শাস্তি।''