সান্তা-বান্তাকে ব্যান করে দিতে পারে সুপ্রিম কোর্ট
এবার থেকে হয়ত আর পাওয়া যাবে না সান্তা-বান্তার জোকস। সম্প্রতি এই জোকস ব্যান করার পক্ষে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট।
ওয়েব ডেস্ক: এবার থেকে হয়ত আর পাওয়া যাবে না সান্তা-বান্তার জোকস। সম্প্রতি এই জোকস ব্যান করার পক্ষে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট।
গতকাল ৫ হাজার ওয়েব সাইট ব্যান করার জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে, যেখানে শিখ সম্প্রদায়কে ব্যঙ্গ করে জোকস বানানও হয়েছে। শিখ সম্প্রদায় বরাবরই অবহেলিত আমাদের দেশে। আবার তাদের সম্প্রদায়কে নিয়ে জোকস বানিয়ে একাধারে তাদের প্রতি অসম্মান জানাই আমরা।
হারভিন্দর চৌধুরী নামে একজন শিখ উকিল সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেন। তাঁর মতে, এই জোকসগুলির মাধ্যমে সকলের কাছে অপমানিত হতে হয় তাঁদের এই সম্প্রদায়কে।
আর হয়ত পাওয়া যাবে না সান্তা-বান্তাকে। আমাদের সকলের কাছে খুবই খ্যাতি লাভ করেছিল সান্তা-বান্তা জুটি। কারওর মুড খারাপ থাকলে তাকে বুস্ট আপ করার জন্য সান্তা-বান্তার জোকসি ছিল একমাত্র ওষুধ।