জেএনইউ কাণ্ডে জামিন পেলেন উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য

জামিন মিলল জেএনইউ কাণ্ডে ধৃত দুই ছাত্রনেতা উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের। এই দু'জনের ছ'মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

Updated By: Mar 18, 2016, 08:19 PM IST
জেএনইউ কাণ্ডে জামিন পেলেন উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য

ওয়েব ডেস্ক: জামিন মিলল জেএনইউ কাণ্ডে ধৃত দুই ছাত্রনেতা উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের। এই দু'জনের ছ'মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ব্যক্তিগত ২৫ হাজার টাকা বন্ডে  দু'জনের জামিন মঞ্জুর করেছে আদালত। আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে গত ৯ ফেব্রুয়ারি ক্যাম্পাসে যে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল,তার অন্যতম উদ্যোক্তা ছিলেন এই উমর  খালেদ। এই অনুষ্ঠানে দেশবিরোধী শ্লোগান দিয়ে দেশদ্রোহীতার আচরণ করেছিলেন বলে অভযোগ ছিল এই দুই ছাত্রনেতার ওপর। গত ২৩ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করেন উমর খালেদ ও অনির্বাণ ভট্টাচার্য।

.