বদায়ুঁ গণধর্ষণকাণ্ড: নির্যাতিতাদের পোশাকে মিলল না অভিযুক্তর ডিএনএ

বদায়ুঁ গণধর্ষণকাণ্ডে নয়া মোড়। উত্তরপ্রদেশের ওই হাড়হিম করা গণধর্ষণকাণ্ডে ফরেন্সিক রিপোর্টে নির্যাতিতা দুই বোনের দেহ থেকে অভিযুক্তের ডিএনএর কোনও নমুনা মেলেনি। মঙ্গলবারই এই ঘটনার ফরেন্সিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

Updated By: Aug 19, 2014, 04:05 PM IST
 বদায়ুঁ গণধর্ষণকাণ্ড: নির্যাতিতাদের পোশাকে মিলল না অভিযুক্তর ডিএনএ

লখনউ: বদায়ুঁ গণধর্ষণকাণ্ডে নয়া মোড়। উত্তরপ্রদেশের ওই হাড়হিম করা গণধর্ষণকাণ্ডে ফরেন্সিক রিপোর্টে নির্যাতিতা দুই বোনের দেহ থেকে অভিযুক্তের ডিএনএর কোনও নমুনা মেলেনি। মঙ্গলবারই এই ঘটনার ফরেন্সিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি বি আইয়ের একাংশের মত, এই ঘটনা সম্মান রক্ষার্থে হত্যাও ('অনার কিলিং') হতে পারে। সোমবার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কেন্দ্র থেকে ফরেনসিক রিপোর্টটি সি বি আইয়ের হাতে এসেছে। গোয়েন্দা সংস্থার অনুমান, এই রিপোর্টের ওপর ভিত্তি করে আসল অপরাধীদের ধরতে সাহায্য হবে।

যদিও এই রিপোর্টে কী রয়েছে সে বিষয়ে মুখ খুলতে চাননি সিবি আই আধিকারিকরা। তাঁদের দাবি এবার গোটা ঘটনাটা তদন্তকারীদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পরিবারের কথা মতো অভিযুক্তদের 'লাই ডিটেকশন' পরীক্ষার সামনের বসানো হয়েছে।

 

.