জন্মের ৬ মিনিটের মধ্যেই আধার নম্বর পেল শিশু
ওয়েব ডেস্ক: আধার কার্ড ছাডা গতি নেই। ভর্তুকি পাওয়া থেকে পাসপোর্ট-সব ক্ষেত্রেই এখন লাগছে আধার। সেজন্যই দেরি না করে শিশুকন্যার জন্মের সঙ্গে সঙ্গেই আধার কার্ড করিয়ে ফেললেন মা-বাবা। মাত্র ৬ মিনিটেই আধার নম্বর পেয়ে গেল ভাবনা সন্তোষ যাদব। আধার কার্ড বাধ্যতামূলক হওয়ার পর এমন নজির আর নেই।
মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলা হাসপাতালে দুপুর ১২.০৩ মিনিটে জন্ম হয় ভাবনা সন্তোষ যাদবের। ১২.০৯ মিনিটে অনলাইনে শিশুটির জন্মের শংসাপত্র ও আধার নম্বর পেয়ে যান মা-বাবা। জেলাশাসক রাধাকৃষ্ণ গামের কথায়, ''ওসমানাবাদের জন্য গর্বের মুহূর্ত। আমরা শীঘ্রই সব শিশুদের আধার কার্ড তৈরি করব। সেগুলি বাবা-মায়ের আধার নম্বরের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।''
চিকিত্সক একনাথ মালে জানিয়েছেন, শিশু ও মা সুস্থ রয়েছেন। গত বছর জেলা হাসপাতালে ১,৩০০ শিশু জন্মেছিল। তাদের প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে বলে দাবি করেছেন মালে।
আরও পড়ুন,