বাবরিকাণ্ডে আডবাণী, যোশী, উমা ভারতীদের 'ভাগ্য নির্ধারণে'র সম্ভবনা আজ

বাবরিকাণ্ডে আজই সম্ভবত ভাগ্য নির্ধারণ এল কে আডবাণী, মুরলি মনোহর যোশী, উমা ভারতী সহ বেশ কয়েকজন শীর্ষ বিজেপি নেতার। এনিয়ে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। বাবরিকাণ্ডে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে আডবাণী, যোশীদের বিচার হবে কিনা, সিদ্ধান্ত হতে পারে তা নিয়ে। সিবিআইয়ের তরফে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে।

Updated By: Apr 19, 2017, 09:03 AM IST
বাবরিকাণ্ডে আডবাণী, যোশী, উমা ভারতীদের 'ভাগ্য নির্ধারণে'র সম্ভবনা আজ

ওয়েব ডেস্ক: বাবরিকাণ্ডে আজই সম্ভবত ভাগ্য নির্ধারণ এল কে আডবাণী, মুরলি মনোহর যোশী, উমা ভারতী সহ বেশ কয়েকজন শীর্ষ বিজেপি নেতার। এনিয়ে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। বাবরিকাণ্ডে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে আডবাণী, যোশীদের বিচার হবে কিনা, সিদ্ধান্ত হতে পারে তা নিয়ে। সিবিআইয়ের তরফে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বক্তব্য, আডবাণী-মুরলি মনোহর যোশীদের উস্কানিমূলক ভাষণেরই ফল, উনিশশো বিরানব্বইয়ের বাবরিকাণ্ড। যদিও বিজেপির এই বর্ষীয়ান নেতাদের বিরুদ্ধে সিবিআইয়ের দাবির সঙ্গে সহমত হয়নি এলাহাবাদ হাইকোর্ট। ২০১০ সালে আদালতের সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যায় সিবিআই। এতবছর ধরে মামলা চলা নিয়ে স্পষ্টতই বিরক্ত সুপ্রিমকোর্ট। দ্রুত নিষ্পত্তির জন্য সময়সীমা বেঁধে দেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন বিচারপতিরা। ফলে আজই জানা যেতে পারে, আডবাণী-যোশীদের ভবিষ্যত্‍ কী হবে। (আরও পড়ুন- ভুবনেশ্বরে হাসপাতালে সুদীপ, তাপসের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের)

.