রাম মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠনের কাজ শুরু করে দিল মোদী সরকার

অযোধ্যায় বিতর্কিত স্থানেই তৈরি হবে রাম মন্দির। গত ৯ নভেম্বর শনিবার এমনটাই রায় দেয় সুপ্রিম কোর্ট

Updated By: Nov 12, 2019, 02:41 PM IST
রাম মন্দির তৈরির জন্য ট্রাস্ট গঠনের কাজ শুরু করে দিল মোদী সরকার

নিজস্ব প্রতিবেদন: অযোধ্যায় মন্দির নির্মাণের লক্ষে কাজ শুরু করে দিল কেন্দ্র। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৩-৪ মাসের মধ্যে মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করতে হবে কেন্দ্রকে। সেই প্রক্রিয়াই শুরু করল কেন্দ্র।

আরও পড়ুন-ঘোলা থানার কাছেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ বিজেপি কর্মী

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ওই ট্রাস্ট গঠন করার ব্যাপারে আইনি দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে কথা বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল ও আইন মন্ত্রকের সঙ্গে। এর দায়িত্ব দেওয়া হয়েছে আমলাদের একটি টিমকে।

উল্লেখ্য, অযোধ্যায় বিতর্কিত স্থানেই তৈরি হবে রাম মন্দির। গত ৯ নভেম্বর শনিবার এমনটাই রায় দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি মসজিদ তৈরির জন্য অযোধ্যাতেই ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করতে হবে কেন্দ্রকে। সেই ট্রাস্টের তত্ত্বাবধানেই তৈরি হবে মন্দির।

আরও পড়ুন-'বিরল ঘটনা'! বাণিজ্য বনাম অর্থ, আদালতে যুযুধান মোদী সরকারের দুই মন্ত্রক

শীর্ষ আদালতের নির্দেশ, বাবরি মসজিদের মূল কাঠামোর অংশ ও তার বাইরে যে জায়গাটিকে সীতা রসুই ও রাম চবুতরা বলা হচ্ছে তাও ট্রাস্টের হাতে তুলে দিতে হবে। বাকি অংশের উন্নয়ণের জন্য তা কাদের হাতে তুলে দেওয়া হবে তা ঠিক করবে কেন্দ্র।

.