এয়ারলাইন্সে টাটাকে চ্যালেঞ্জ রুখতে এয়ার ইন্ডিয়াকে নির্দেশিকা পরিবহন মন্ত্রকের
টাটা গোষ্ঠীর বিস্তার এয়ারলাইন্সে যে তাঁদের বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চলছে তা মানছেন এয়ার ইন্ডিয়ার কর্তারা। প্রতিযোগিতায় টিকে থাকতে ইন্ডিয়ান এয়ারলাইন্সকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
নির্দেশিকায় বলা হয়েছে কোনও ভাবে উড়ানে দেরি করা যাবে না। ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের সমস্ত টিকিট বিক্রির ব্যবস্থা করতে হবে। উড়ানে বিলম্ব সংক্রান্ত রিপোর্ট প্রতিমাসে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুর দফতরে জমা দিতে হবে। সেই সঙ্গে জ্বালানির অতিরিক্ত দাম, অলাভজনক রুট সংক্রান্ত মাসিক রিপোর্টও দিতে বলা হয়ছে এয়ার ইন্ডিয়াকে।
এয়ার পোর্ট অথরিটি, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটিতে এয়ার ইন্ডিয়ার অতিরিক্ত কর্মীদের বদলি করার চিন্তাভাবনা করছে মন্ত্রক। কেবিন ক্রুদের বয়সের বিষয়টিও নজরে রাখতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। দ্রুত ও ভাল পরিষেবাকে হাতিয়ার করেই প্রতিযোগিতায় টিকে থাকতে চাইছে এয়ার ইন্ডিয়া।