এবার চড়ুন হেলিকপ্টার অটোয়!

যে রাস্তায় বাস, ট্রাম, অটোদের ভিড়, মানুষের চলাফেরা পিপীলিকার মত, সেই রাস্তা দিয়েই যদি চলে হেলিকপ্টার, কেমন হবে? না এমনটা কল্পনা ছাড়া বাস্তবে হওয়া একেবারেই অসম্ভব। হেলিকপ্টার এমনই এক যান যার চলাফেরার জন্য প্রয়োজন হয় নানান রকমের ব্যবস্থাপনার। তা বললেই রাস্তাতে চালানো যায় না। 

Updated By: Jul 13, 2016, 02:35 PM IST
এবার চড়ুন হেলিকপ্টার অটোয়!

ওয়েব ডেস্ক: যে রাস্তায় বাস, ট্রাম, অটোদের ভিড়, মানুষের চলাফেরা পিপীলিকার মত, সেই রাস্তা দিয়েই যদি চলে হেলিকপ্টার, কেমন হবে? না এমনটা কল্পনা ছাড়া বাস্তবে হওয়া একেবারেই অসম্ভব। হেলিকপ্টার এমনই এক যান যার চলাফেরার জন্য প্রয়োজন হয় নানান রকমের ব্যবস্থাপনার। তা বললেই রাস্তাতে চালানো যায় না। 

হেলমেট না পরেও দিব্যি যারা হিরো!

ল্যান্ডিং-এর জন্য হেলিপ্যাড, আকাশপথে সিগনালিং, ট্রেনিংপ্রাপ্ত পাইলট এসব তো আছেই সঙ্গে প্রয়োজন রক্ষণাবেক্ষন। বাড়ির ছাঁদে হঠাৎ হেলিকপ্টারের অবতরণ কেবল কল্পনাতেই সম্ভব এবং যদি কোনও অঘটন ঘটে, তবেই। আর রাস্তায় ছুটে বেড়াচ্ছে হেলিকপ্টার, এও সম্ভব নয়! তবে যেটা সম্ভব, অটোকেই হেলিকপ্টারের মত দেখতে করে নেওয়া। তারপর আর কি, অটোতেই হেলিকপ্টারের অনুভব। 

এমনই এক অটো, যা আদতে অটো কিন্তু দেখতে হেলিকপ্টারের মত। আছে পাখা, আছে লেজ। দেখুন ছবি- 

.