ভারতে সংখ্যালঘুদের উপর হামলা ভয়াবহ হারে বাড়ছে, দাবি মার্কিনি সংসদের

ভারতে দিনদিন বাড়ছে সংখ্যালঘুদের উপর আক্রমণের সংখ্যা। এমনটাই দাবি করলেন এক মার্কিনি সংসদ।

Updated By: Jan 30, 2015, 04:11 PM IST
ভারতে সংখ্যালঘুদের উপর হামলা ভয়াবহ হারে বাড়ছে, দাবি মার্কিনি সংসদের

ওয়াশিংটন: ভারতে দিনদিন বাড়ছে সংখ্যালঘুদের উপর আক্রমণের সংখ্যা। এমনটাই দাবি করলেন এক মার্কিনি সংসদ।

''ভারতে ধর্মীয় স্বাধীনতা ও বহুত্ববাদের বর্তমান অবস্থা আমি চিন্তিত। সে দেশের ঐতিহাসিক বহুত্ববাদ এখন অসহিষ্ণুতা, বিচ্ছিন্নতা বাদ ও আধিপত্যবাদের কবলে আক্রান্ত।''-ইউএস হাউস অফ রিপ্রেসেনটেটিভ থেকে উক্তি রিপাবলিকান সংসদ জো পিটসের।   

তাঁর দাবি ''বিভিন্ন এনজিওদের কাছ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নয়া সরকারের ১০০ দিনের মধ্যে সংখ্যালঘু ক্রিশ্চানদের উপর হিন্দুজাতীয়তাবাদীদের আক্রমণ লক্ষ্যনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। রোজ রোজ হামলার টার্গেট হচ্ছেন সে দেশের মুসলিম সম্প্রদায়ও।''

ইভেনজেলিকাল ফেলোশিপ অফ ইন্ডিয়ার একটি ডেটা পেশ করে পিটস অভিযোগ করেছেন গতবছর নভেম্বর-ডিসেম্বর মাসে ভারতে ক্রিশ্চান সম্প্রদায়ের উপর ৩৮ হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ডিসেম্বর মাসেই ঘটেছে ৩১টি আক্রমণ।

পিটসের অভিযোগ সংখ্যালঘুদের ধর্মস্থানের উপর হামলা, নৃশংস মারধর, হুমকির জেরে ভারতে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পিটসের মতে অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটতে গেলে ভারতের উচিৎ সে দেশে সংখ্যালঘু সম্প্রায়ের মানুষের সুরক্ষা মজবুত করা। ওবামা সরকারের কাছে এই নিয়ে সরাসরি সোচ্চার হওয়ার দাবি তুলেছেন তিনি।  

 

.