ওয়েব ডেস্ক: রান্নার গ্যাসের দাম কমল। তবে দাম কমল শুধু ভর্তুকিবিহীন সিলিন্ডারের। সিলিন্ডার পিছু দাম একধাক্কায় কমে গেল ১০৩ টাকা পঞ্চাশ পয়সা। ভর্তুকবিহীন প্রতি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ৬০৫ টাকা। ভর্তুকির সিলিন্ডারের দাম অবশ্য অপরিবর্তীতই থাকছে। দাম কমছে বিমানের জ্বালানিরও।

সেই সঙ্গে বিমানের জ্বালানি এক ধাক্কায় ১১.৩ শতাংশ হারে কমে গেল। এর প্রভাব বিমানের যাত্রীভাড়ার ওপর পড়ে কতি না সেটাই দেখার। তবে গ্যাসের দাম কমলেও পেট্রোল -ডিজেলের দামের কোনও রদবদল হল না। তবে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম না কমায় সাধারণ মানুষের হাসি বিশেষ চওড়া হচ্ছে না, যদিও ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম কমায় স্বস্তি থাকছে।

English Title: 
ATF price cut by 11.3 per cent, to cost less than diesel
News Source: 
Home Title: 

দাম কমল রান্নার গ্যাস, বিমানের জ্বালানির

দাম কমল রান্নার গ্যাস, বিমানের জ্বালানির
Yes
Is Blog?: 
No
Section: