মহারাষ্ট্রের জঙ্গলে বাঘ-ভল্লুকের লড়াই, ভাইরাল হল ভিডিও

জঙ্গলে মুখোমুখি বাঘ আর ভল্লুক। জঙ্গলের দুই রাজার প্রচণ্ড লড়াইয়ের ভিডিও ধরা পড়ল মহারাষ্ট্রের তাদোবা ন্যাশনাল পার্কে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

Updated By: Mar 2, 2018, 03:06 PM IST
মহারাষ্ট্রের জঙ্গলে বাঘ-ভল্লুকের লড়াই, ভাইরাল হল ভিডিও

ওয়েব ডেস্ক: জঙ্গলে মুখোমুখি বাঘ আর ভল্লুক। জঙ্গলের দুই রাজার প্রচণ্ড লড়াইয়ের ভিডিও ধরা পড়ল মহারাষ্ট্রের তাদোবা ন্যাশনাল পার্কে। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

বুধবার জঙ্গল সাফারির সময় এই লড়াই দেখতে পান পর্যটকরা। ক্যামেরায় এই বিরল লড়াই ধরে রাখতে একেবারেই ভুল করেননি তাঁরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। 

আরও পড়ুন - গঙ্গার বুকে প্রমোদ ভ্রমণ, কলকাতায় চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি

ভিডিওতে প্রথমে দেখা যাচ্ছে, একটি স্লথ ভল্লুককে তাড়া করেছে একটি প্রাপ্তবয়স্ক বাঘ। বেশ কিছুক্ষণ উপেক্ষা করার পর বাঘটির ওপর ঝাঁপিয়ে পড়ে ভল্লুকটি। দেখুন তার পর কী হল..

 

.