ধর্মীয় অনুষ্ঠানে বাজির স্তূপে বিস্ফোরণ, তরনতারনে মৃত বহু
এদিন নগর কীর্তনের সময় তরনতারনের পাহু গ্রামে ট্রাক্টর ট্রলির বাজিতে আগুন লেগে যায়
নিজস্ব প্রতিবেদন: ট্রাক্টর বোঝাই করে নিয়ে আসা হচ্ছিল বাজি। আগুন লেগে যায় সেই বাজিতে। তাকেই ঝলসে গেলেন বেশ কয়েকজন। শনিবার ওই ভয়ঙ্কর ঘটনা ঘটে পঞ্জাবের তরনতারনে।
আরও পড়ুন-পুজোর পর বাড়ি ফেরার কথা ছিল যুবকের, ৬ মাস পর রেললাইনের ধারে উদ্ধার হল কঙ্কাল!
শনিবার তরনতারনে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য নিয়ে আসা হচ্ছিল ওই বিপুল পরিমাণ বাজি। তরনতারনের এসএসপি ধ্রুব দাহিয়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের দাবি বাজির আগুনে পুড়ে মারা গিয়েছেন কমপক্ষে ১৪-১৫ জন। নিহতদের অধিকাংশের বয়স ১৮-১৯ বছরের মধ্যে। আহত বহু।
Amritsar IG-border range Sarinderpal Singh Parmar: 2 people have been killed in the accidental explosion and 11 have been injured. The numbers given by the SSP was according to the eyewitnesses. #Punjab https://t.co/928M50R16A
— ANI (@ANI) February 8, 2020
আরও পড়ুন-বাড়ির জন্য জমি খুঁড়তেই বেরিয়ে এল সুড়ঙ্গ... 'গুপ্তধনের সন্ধান'!
এদিন নগর কীর্তনের সময় তরনতারনের পাহু গ্রামে ট্রাক্টর ট্রলির বাজিতে আগুন লেগে যায়। আগুনে গোটা বাড়ির স্তূপে বিস্ফোরণ ঘটে যায়। তবে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এখনও পর্যন্ত বাজির আগুনে ৩ জন নিহত হয়েছে। আহত বহু।