মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা আজই
সাম্প্রতিক এক প্রাক নির্বাচনী সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থানে বিজেপির ভোট অনেকটাই কমতে পারে
নিজস্ব প্রতিবেদন: এ বছরের শেষের দিকে দেশের বেশ কয়েকটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। শনিবার সেই ঘোষণাই করতে পারে নির্বাচন কমিশন।
বেশকিছু দিন ধরেই জল্পনা ছিল দেশের বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন হবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে। কিন্তু আজই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগঢ. ও মিজোরামে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি তেলেঙ্গানাতেও নির্বাচনের দিন ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। আজ দিনক্ষণ ঘোষণার পরই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাবে।
আরও পড়ুন-শোভনের ডানা ছাঁটলেন মমতা, খোয়ালেন জেলা সভাপতির পদ
নির্বাচনের দিন ঘোষণার আগেই অধিকাংশ দলগুলি প্রচার শুরু করে দিয়েছে। মধ্যপ্রদেশে ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছেন শিবরাজ সিং চৌহান। তিনি শুরু করে দিয়েছেন জন আশীর্বাদ যাত্রা। আজ রাজস্থানের আজমেরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যেও নির্বাচনের আঁচ থাকবে বলে মনে করা হচ্ছে।
এদিকে আজ নির্বাচন ঘোষণার দিনই মধ্যপ্রদেশে যাচ্ছেন বিজেপি সভাপিত অমিত শাহ। ২০১৩ সাল থেকে মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। ফলে এই রাজ্যের ওপরে জোর দিচ্ছে গেরুয়া শিবির। রাজ্যের মালওয়া-নিমদা অঞ্চলে তিনি একটি জনসংযোগ যাত্রার সূচনা করবেন। আজ মধ্যপ্রদেশ যাচ্ছেন রাহুল গান্ধীও।
আরও পড়ুন-সাতসকালে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
উল্লেখ্য, সাম্প্রতিক এর প্রাক নির্বাচনী সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, মধ্যপ্রদেশ, রাজস্থানে বিজেপির ভোট অনেকটাই কমতে পারে। পাশপাশি গেরুয়া শিবিরকে ভোগাতে পারে ছত্তিসগড.ও। তবে লোকসভা নির্বাচনে ভালো ফল হবে বলে ইঙ্গিত দিয়েছে ওই সমীক্ষা। ফলে ওইসব রাজ্যের ওপরে জোর দিচ্ছে বিজেপি।
বেশকিছুদিন ধরেই একটা জল্পনা ছিল, লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করতে চায় বিজেপি। এনিয়ে নাকি খোদ অমিত শাহ ল কমিশনের কাছে দরবার করেছেন। রাজনৈতিক মহলের ধারনা লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করালে সুবিধে বিজেপির।