অসমে ছড়াচ্ছে অশান্তির আগুন, ভিড় বাড়ছে ত্রাণ শিবিরে
জাতি দাঙ্গায় ফের অশান্ত হয়ে উঠছে অসম। ভিড় বাড়ছে ত্রাণ শিবিরগুলিতে। কিছুদিন আগেই নাগা জনজাতির ওপর হামলা চালায় কার্বি পিপলস লিবারেশন টাইগার নামে একটি জঙ্গি গোষ্ঠী। এরপর থেকেই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
জাতি দাঙ্গায় ফের অশান্ত হয়ে উঠছে অসম। ভিড় বাড়ছে ত্রাণ শিবিরগুলিতে। কিছুদিন আগেই নাগা জনজাতির ওপর হামলা চালায় কার্বি পিপলস লিবারেশন টাইগার নামে একটি জঙ্গি গোষ্ঠী। এরপর থেকেই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
কার্বি আংলং জেলার বেশ কয়েকটি গ্রাম ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে শুরু করেন মানুষ। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। যদিও পুলিসের দাবি পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। গত বছর ডিসেম্বরের সাতাশ তারিখে কার্বি জনজাতি অধ্যুষিত জেলা কার্বি আংলঙে মারা যান রেংমা জাতির চার জন নাগা গ্রামবাসী। নাগাদের অভিযোগ, এই মৃত্যুর পিছনে রয়েছে কার্বি পিপলস লিবারেশন টাইগার নামে একটি সংগঠনের হাত। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কার্বি ও রেংমা জনজাতি অধ্যুসিত এলাকাগুলিতে জারি করা হয় কার্ফু। যদিও পুলিসের দাবি এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। ধরা পড়েছে লিবারেশন টাইগারের বেশ কয়েকজন সদস্যও।
ঘটনার পর থেকেই ক্রমশ বাড়ি ঘর ছেড়ে ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিতে শুরু করেছেন বাসিন্দারা। রেংমা ও কার্বি-এই দুই জনজাতির সদস্যদেরই সহায্য করতে এগিয়ে এসেছে রেড ক্রস সোসাইটি। ঘটনার পর থেকে সংবেদনশীল এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে দশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে অসম পুলিস ফোর্সও।