Assam Police: লাগু হচ্ছে ফরমান! মদ বন্ধ করো নয়তো চাকরি ছাড়ো, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Assam Police: রাজ্যে মোট ৩০০ পুলিস কর্মীকে অত্যাধিক মদ্যপানের জন্য চিহ্নিত করা হয়েছে। এদের শরীর ভেঙে গিয়েছে। সরকার এদের জন্য আগাম অবসরের ব্যবস্থা করেছে। এই ব্যস্থা অনেক পুরনো। কিন্তু তা এতদিন লাগু করা হয়নি। এবার তা কার্যকর করা হচ্ছে

Updated By: Apr 30, 2023, 08:28 PM IST
Assam Police: লাগু হচ্ছে ফরমান! মদ বন্ধ করো নয়তো চাকরি ছাড়ো, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরি করতে চাইলে আমার কথা মেনে নাও। নয়তো বাই বাই। হয় মদ ছাড়ো, নয়তো চাকরি ছাড়ো। রাজ্যের পুলিস কর্মীদের সাফ বার্তা দিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। চাকরি ছাড়ো মানে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নাও। পুরনো এক নিয়ম তুলে ধরে এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন-মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান, যতটা সম্ভব তা ঢেকে রাখাই উচিত: সলমান

রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেন, রাজ্যের বহু পুলিস কর্মী যার খুব বেশি মদ খান তাদের অবসর নিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। কারণ অতিমাত্রার মদ খাওয়ার জন্য তাদের শরীর ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই অবসর নেওয়ার সেই পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। নিয়োগও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। 

রাজ্যে মোট ৩০০ পুলিস কর্মীকে অত্যাধিক মদ্যপানের জন্য চিহ্নিত করা হয়েছে। এদের শরীর ভেঙে গিয়েছে। সরকার এদের জন্য আগাম অবসরের ব্যবস্থা করেছে। এই ব্যস্থা অনেক পুরনো। কিন্তু তা এতদিন লাগু করা হয়নি। এবার তা কার্যকর করা হচ্ছে।  

পুলিসের অবসরের পাশাপাশি হিমন্ত বিশ্বশর্মা এদিন আরও বলেন রাজ্যের মানুষের কাজের সুবিধের জন্য জেলা সদরের বাইরেও সরকারি দফতর খেলা হচ্ছে। সেই অফিস থেকে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কাজ করা হবে।

উল্লেখ্য, এভচৎ ফেব্রুয়ারি মাসেই হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেন রাজ্যে যারা নাবালিকা বিয়ে করেছেন সেইসব পুরুষদের গ্রেফতার করা হবে। এমনকি তাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা করাও হবে। মুখ্যমন্ত্রীর কথা মতো শুরু হয় ধরপাকড়। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন নাবলিকা বিয়ের তালিকায় রয়েছেন রাজ্যের ৪০০৪ যুবক। জেলা অনুযায়ী তাদের তালিকাও তৈরি করে ফেলেছে সরকার। সবেথেকে বেশি কেস রয়েছে ধুবড়িতে। ৩ ফেব্রুরি থেকে ওইসব লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এনিয়ে টুইট করে অসম পুলিসের তৈরি করা একটি তালিকা শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানে তিনি লিখেছেন, রাজ্যে নাবালিকা বিয়ের শেষ দেখে ছাড়বে সরকার। অসম পুলিস ইতিমধ্য়েই ৪০০৪ জনের একটি তালিকা তৈরি করেছে। আরও অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে অনুরোধ পুলিসকে সহযোগিতা করুন। ৩ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু হবে।

অসম পুলিসের তালিকা অনুয়ায়ী সবচেয়ে বেশি নাবালিকা বিয়ের কেস রয়েছে ধবুড়িতে(৩৭০), এরপরেই রয়েছে হোজাই(২৫৫), উদালগুড়ি(২৫৫) জেলায়। গুয়াহাটি পুলিস কমিশনারেটে রয়েছে এরকম ১৯২টি মামলা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.