অসমে বন্যায় হাইওয়েতে ঘুরছে গণ্ডার (ভিডিও)
অসমের বন্যায় ভেসে গেছে কাজিরাঙা সংরক্ষিত অরণ্য। দুর্দিন কাজিরাঙার গণ্ডারদের। জঙ্গলে থাকার উপায় নেই। অবস্থা এমনই যে হাইওয়েতে উঠে আসতে হয়েছে গণ্ডারদের। এদিন লোকালয়ের মধ্যেই ঘুরতে দেখা গেল বিপন্ন এক গন্ডারকে। একেবারে ঘরের দরজায় ঘুরে বেড়াচ্ছে গন্ডার। গাড়ি কিংবা লোকজনের ভিড়, পাত্তা দিচ্ছে না কোনকিছুকেই। বিরল এই দৃশ্য দেখে অবাক বাসিন্দারা।
ওয়েব ডেস্ক: অসমের বন্যায় ভেসে গেছে কাজিরাঙা সংরক্ষিত অরণ্য। দুর্দিন কাজিরাঙার গণ্ডারদের। জঙ্গলে থাকার উপায় নেই। অবস্থা এমনই যে হাইওয়েতে উঠে আসতে হয়েছে গণ্ডারদের। এদিন লোকালয়ের মধ্যেই ঘুরতে দেখা গেল বিপন্ন এক গন্ডারকে। একেবারে ঘরের দরজায় ঘুরে বেড়াচ্ছে গন্ডার। গাড়ি কিংবা লোকজনের ভিড়, পাত্তা দিচ্ছে না কোনকিছুকেই। বিরল এই দৃশ্য দেখে অবাক বাসিন্দারা।
বিশাল গণ্ডারটা বেশকিছুক্ষণ ঘুরে দেখল বাজার৷ তারপর ৩৭ নম্বর জাতীয় সড়কের উপরে চলতে শুরু করল৷ দমবন্ধ করে সবাই চেয়ে রইলেন৷ দাঁড়িয়ে গেল গাড়ি৷
এদিকে, বিহারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
#WATCH Golaghat (Assam): Rhino strays out to NH37 after Kaziranga National Park faced deluge after heavy rainfallhttps://t.co/gXoOYlzpML
— ANI (@ANI_news) August 2, 2016