চোখের নিমেষে ব্রহ্মপুত্র তলিয়ে গেল গোটা একটা স্কুল, দেখুন

এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টা টানা বৃষ্টি হবে রাজ্যে

Updated By: Jul 14, 2019, 11:03 AM IST
চোখের নিমেষে ব্রহ্মপুত্র তলিয়ে গেল গোটা একটা স্কুল, দেখুন

নিজস্ব প্রতিবেদন: টানা কয়েকদিন ধরেই গুয়াহাটি সহ বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্র বইছে বিপদসীমার ওপরে। রাজ্যে বন্যায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৭ জনের। ৫ লাখ পরিবার ঘরছাড়া। এর মধ্যেই পাওয়া যাচ্ছে ক্ষয়ক্ষতির খবর। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডেই ব্রহ্মপুত্রে তলিয়ে গোটা একটি স্কুল।

আরও পড়ুন-বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি! ফৌজদারি তদন্তের মুখে জনসন অ্যান্ড জনসন

শুক্রবার মোরগাঁও জেলায় ব্রহ্মপুত্রে পড়ে যায় একটি স্কুলবাড়ি। গোটা এলাকাটি আগে থেকেই জলে ডুবে ছিল। শুক্রবার আর তার চাপ নিতে পারেনি তেন্ডাগুড়ি স্কুলবাড়িটি। কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে ব্রহ্মপুত্র। এছাড়াও ডিখাও, ধানসিসি, জিয়া ভারলি, পুথিমারি ও বেকি নদী বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে।

আরও পড়ুন-মেট্রোর দুর্ঘটনায় মৃত সজলের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর, শাস্তির দাবি আত্মীয়দের

এখনও পর্যন্ত বন্যায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। রাজ্যের ৩৩ জেলার মধ্যে ২৫ জেলাতেই বন্যা দেখা গিয়েছে। কমপক্ষে ২০,০০০ মানুষকে রাজ্যের ৬৮ ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র বরপেটা জেলা থেকেই সরিয়ে নেওয়া হয়েছে ৫ লাখ মানুষকে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টা টানা বৃষ্টি হবে রাজ্যে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

.