বিস্ফোরক কেজরিওয়াল: ৬৭ জন কে নিয়ে নতুন দল খুলতে চেয়েছিলেন আআপ প্রধান

Updated By: Mar 27, 2015, 11:32 PM IST
বিস্ফোরক কেজরিওয়াল: ৬৭ জন কে নিয়ে নতুন দল খুলতে চেয়েছিলেন আআপ প্রধান

ওয়েব ডেস্ক: কাল বৈঠকে বসছে আপের কর্মসমিতি। আর তার আগেই জি মিডিয়ার হাতে এল অরবিন্দ কেজরিওয়ালের বিস্ফোরক অডিও টেপ।  গত ২২ মার্চ দলেরই এক নেতা উমেশ সিংয়ের সঙ্গে  কথোপকথন রয়েছে এক্সক্লুসিভ এই অডিও টেপে।  ৬৭ জন বিধায়ককে নিয়ে বেরিয়ে যাওয়া থেকে নতুন দল গড়া। সব হুমকিই শোনা গেল দিল্লির মুখ্যমন্ত্রীর গলায় ।

কী রয়েছে এই অডিও টেপে?

অরবিন্দ কেজরিওয়াল: "দেখি কী হয়। না হলে ৬৭জন বিধায়ককে নিয়ে আমি আলাদা হয়ে যাব। আপনারা চালান আম আদমি পার্টি। আমার কোনও দরকার নেই। কী তামাশা হচ্ছে? মুখে বলছে একসঙ্গে চলো। আর ওরাই দিল্লি ভোটে আমাকে হারাতে কোনও কসুর করেনি।

এরপর প্রফেসর অজিত ঝা প্রসঙ্গে কেজরিওয়াল বলেন,  "গত ৪দিন ধরে প্রফেসর আনন্দ কুমার আর অজিত ঝা যা করেছেন, ওদের সঙ্গে নিয়ে চলব? অন্য দল হলে লাথি মেরে বের করে দিত। তুমি জানো না, ওরা কী রকম মানুষ।"

কথোপকথনের শেষ পর্যায়ে অরবিন্দ কেজরিওয়াল উমেশ সিং কে বলেন, "আপনি প্রশান্ত ভূষণ আর যোগেন্দ্র যাদবদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করুন। আপনাকে অনেক শুভেচ্ছা। যদি প্রয়োজন হয়, তাহলে আম আদমি পার্টি ছেড়ে নতুন দল গড়ব।"

.