দিল্লির মসনদে আজ আম আদমির অভিষেক, মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেন কেজরিওয়াল

In an e-mail to Kejriwal, Anna says he couldn`t come for the swearing-in because of his ill-health.

Updated By: Dec 28, 2013, 10:47 AM IST

এক বছর আগে হাতে গোণা কয়েকজনকে নিয়ে সেই রাজনৈতিক দলের জন্ম, তারাই আজ দিল্লিতে সরকার গঠন করতে চলেছে। আম আদমি পার্টির নির্বাচিত জন প্রতিনিধিরা বলছেন, দিল্লির মানুষই এই অসাধ্য সাধন করেছেন। রামলীলা ময়দানে আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। তবে শপথগ্রহণ কোনও রকম চাকচিক্য রাখতে রাজি নন আম আদমি পার্টির প্রধান।

মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে অনায়াসেই দিল্লির জল সমস্যা মিটিয়ে ফেলবেন অরবিন্দ কেজরিওয়াল। মনে করছেন হরিয়ানার খেরা গ্রামের বাসিন্দারা। বিওয়ানির এই খেরা গ্রামেই অরবিন্দ কেজরিওয়ালের পৈত্রিক বাড়ি। গ্রামবাসীরা জানাচ্ছেন, অতীতে কেজরিওয়ালের পরিবারের লোকেরা তাঁদের গ্রামেও জলের সমস্যা সমাধান করেছেন। তাই কেজরিওয়াল দিল্লির জল সমস্যা মেটাতে পারবেন বলে তাঁদের আশা। কেজরিওয়ালের কাছে প্রত্যাশা অনেক

দিল্লির খুশম্বিতে স্ত্রী সরকারি কোয়ার্টারে থাকেন অরবিন্দ কেজরিওয়াল। আজ মুখ্যমন্ত্রী পদে শপথ তাঁর। কিন্তু, অসামান্য রাজনৈতিক সাফল্যেও বদলে যাননি অরবিন্দ। আবাসনের কেয়ারটেকার থেকে আপের সাধারণ কর্মী। সকলের কাছে কেজরিওয়ালের একটাই পরিচয়। আম আদমি। তাঁরা বলছেন, সিএম মানে কমন ম্যান।

.