শপথগ্রহণে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ কেজরীর, বাদ পড়লেন ভিন রাজ্যের 'বন্ধু'রা

দিল্লি বিধানসভা ভোটে ৭০টির মধ্যে ৬২ আসন পেয়ে আরও একবার মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরীবাল। 

Updated By: Feb 14, 2020, 04:34 PM IST
শপথগ্রহণে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ কেজরীর, বাদ পড়লেন ভিন রাজ্যের 'বন্ধু'রা

নিজস্ব প্রতিবেদন: শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল। রবিবার তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন। বৃহস্পতিবারই আপ স্পষ্ট করেছিলেন, অন্য কোনও রাজ্যের রাজনৈতিক নেতানেত্রী বা মুখ্যমন্ত্রীকে ডাকা হচ্ছে না। 
  
দিল্লি বিধানসভা ভোটে ৭০টির মধ্যে ৬২ আসন পেয়ে আরও একবার মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরীবাল। ভোটের ফলপ্রকাশের পর কেজরীবালকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী টুইট করেন,''আপ ও অরবিন্দ কেজরীবালকে জয়ের অভিনন্দন। আশা করি আপনারা দিল্লিবাসীর স্বপ্নপূরণ করতে পারবেন।''

প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে কেজরীবাল টুইট করেছেন,''ধন্যবাদ স্যর। রাজধানীকে আন্তর্জাতিক শহর করতে কেন্দ্রের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।''    

আপ সূত্রের খবর, মন্ত্রিসভায় বিশেষ রদবদল করছেন না কেজরীবাল। পুরনো মুখই থাকছেন। তবে মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হতে পারেন রাঘব চাড্ডা ও অতিশি। কেজরীবালের শপথগ্রহণে দিল্লির নেতানেত্রীরাই আমন্ত্রিত থাকছেন। দিল্লি আপের আহ্বায়ক গোপাল রাই সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন,''অন্য রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব বা মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ করা হচ্ছে না।''          

মঙ্গলবার দিল্লি বিধানসভা ভোটেপ্রকাশ হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বার ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। ৭০টি আসনের দিল্লি বিধানসভায় আপের ঝুলিতে গিয়েছে ৬২টি। বাকি ৮টি আসন পেয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন- ইন্দো-চিন যুদ্ধ, ভারতে আসলেন না প্রেমিকা, অবিবাহিত জীবন কাটালেন টাটা

.