জিএসটি-র আওতায় আবাসন? নভেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন জেটলি

Updated By: Oct 12, 2017, 08:24 PM IST
জিএসটি-র আওতায় আবাসন? নভেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন জেটলি

ওয়েব ডেস্ক: পণ্য ও পরিষেবা করের আওতায় নেই আবাসন শিল্প। এব্যাপারে আগামী মাসে  সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, এই ক্ষেত্রে করফাঁকি অনেক বেশি। প্রচুর টাকার লেনদেনও হয়। ৯ নভেম্বর গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের আগামী বৈঠকে এই ব্যাপারে আলোচনা হবে।   

জেটলি বলেন, "আবাসন ক্ষেত্র জিএসটির বাইরে। কয়েকটি রাজ্য আবাসন ক্ষেত্রকে জিএসটির আওতায় আনার দাবি তুলেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আবাসনকে জিএসটি-তে আনা উচিত।" 

তিনি আরও বলেন,"আবাসন শিল্পে জিএসটি নিয়ে রাজ্যগুলির মধ্যে মতানৈক্য রয়েছে। কয়েকটি রাজ্য সমর্থন করছে। বিরোধিতাও করেছেন অনেক মুখ্যমন্ত্রী। জিএসটি কাউন্সিলের বৈঠকে এনিয়ে আলোচনা চলবে। জিএসটি আসলে ক্রেতারা লাভবান হবেন। ন্যূনতম কর দিতে হবে।''

আরও পড়ুন, দীপাবলির আগে স্বস্তি দিল শিল্প সূচক ও মূল্যবৃদ্ধি 

.