মোদীর সভা অনুমতি বিতর্ক: বিক্ষোভে উত্তাল বারাণসী, বিক্ষোভ যোগ দিলেন জেটলি-শাহ

নরেন্দ্র মোদীর জনসভায় নিষেধাজ্ঞাকে ঘিরে নির্বাচন কমিশনের সরাসরি সংঘাতে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দেশের প্রধান বিরোধী দল প্রশ্ন তুলল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। বারাণসীর বীণা বাগ এলাকায় আজ জনসভার অনুমতি চেয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই কারণ দেখিয়ে অনুমতি দেননি রিটার্নিং অফিসার প্রাঞ্জল যাদব।

Updated By: May 8, 2014, 01:02 PM IST

নরেন্দ্র মোদীর জনসভায় নিষেধাজ্ঞাকে ঘিরে নির্বাচন কমিশনের সরাসরি সংঘাতে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দেশের প্রধান বিরোধী দল প্রশ্ন তুলল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। বারাণসীর বীণা বাগ এলাকায় আজ জনসভার অনুমতি চেয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই কারণ দেখিয়ে অনুমতি দেননি রিটার্নিং অফিসার প্রাঞ্জল যাদব।

প্রতিবাদে ওই রিটার্নিং অফিসারের অপসারণ দাবি করেছে বিজেপি। বারাণসী শহরেও শুরু হয়েছে বিজেপির বিক্ষোভ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আন্দোলনে সামিল হন অরুণ জেটলি ও অমিত শাহ সহ বিজেপির প্রথম সারির নেতৃবৃন্দ৷ দিল্লিতেও বিক্ষোভ দেখায় বিজেপি৷ মনোনয়ন পেশের পর আজ প্রথমবার বারাণসীতে সভা করবেন নরেন্দ্র মোদি৷ দলীয় কর্মীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে।

এদিকে, এই বিতর্কে মুখ খুললেন বারাণসী কেন্দ্রের মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়াল। আপ প্রধান বলেন, গঙ্গা আরতির করার জন্য অনুমতি লাগে না। সেই সঙ্গে তিনি মোদীকে সরাসরি তাঁর সঙ্গে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান।

.