সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে ভারভারা-সহ ৫ সমাজকর্মীর গ্রেফতারি
বুধবার শীর্ষ আদালতে এই গ্রেফতারির বিরুদ্ধে আবেদন করতে চলেছেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ।
নিজস্ব প্রতিবেদন: ভিমা কোরেগাঁও জাতি সংঘর্ষ কাণ্ডে যোগসাযশ এবং মাও যোগাযোগের অভিযোগে মঙ্গলবার দেশের বিভিন্ন শহর থেকে ভারভারা রাও-সহ ৫ মানবাধিকারকর্মীর গ্রেফতারি বুধবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। মঙ্গলবার কবি ও মানবাধিকারকর্মী ভারভারা রাও, আইনজীবী সুধা ভরদ্বাজ, মানবাধিকারকর্মী অরুণ ফেরেইরা, গৌতম নভলাখা ও ভারনন গনজালভেসকে গ্রেফতার করা হয়। বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনা পুলিসের এই পদক্ষেপকে 'জরুরি অবস্থা'র সঙ্গে তুলনা করে সমালোচনায় মুখর হয়েছে সমাজের একাংশ। বুধবার শীর্ষ আদালতে এই গ্রেফতারির বিরুদ্ধে আবেদন করতে চলেছেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ। আরও পড়ুন- ভিমা কোরেগাঁও জাতি হিংসাকাণ্ডে গ্রেফতার ভরভারা রাও-সহ বিশিষ্ট সমাজকর্মীরা
চলতি বছরের ১ জানুয়ারি মহারাষ্ট্রের পুনায় ভিমা-কোরেগাঁও এলাকায় দলিত বনাম উচ্চবর্ণের সংঘর্ষ বাধে। ১৮১৮ সালে ইংরেজ বাহিনীর সহ্গে যৌথভাবে মারাঠা পেশোয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেন দলিতরা। সেই যুদ্ধে পেশোয়াদের পরাজয় ঘটে। এরপর থেকেই ১ জানুয়ারিকে দলিতরা নিজেদের বিজয় ও গৌরব দিবস হিসাবে পালন করে। চলতি বছরের ১ জানুয়ারি ছিল সেই বিজয়ের দ্বিশতবর্ষ উদযাপন। সেদিন সেখানে হাজির হয়েছিলেন অসংখ্য দলিত জনতা। কিন্তু, বেশ কয়েকটি 'দক্ষিণপন্থী সংগঠন' এই জয়কে ঔপনিবেশিক শক্তির আগ্রাসন হিসাবে চিহ্নিত করেছে। ফলে, তাঁরা মনে করে স্বাধীন দেশে এই ঘটনা আদতে কলঙ্কময় অধ্যায়। তাই তারা এই উদযাপনের বিরোধিতা করে। এরপরই তুমুল সংঘর্ষ শুরু হয়। ঘটনায় এক জনের মৃত্যু হয় এবং আহত হন একাধিক মানুষ। বিক্ষোভকারীরা এর প্রতিবাদে পথ অবরোধ করেন। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগেই পুনা পুলিস মঙ্গলবার দেশের বিভিন্ন শহর থেকে একাধিক মানবাধিকারকর্মীকে মাওবাদী যোগের অভিযোগে গ্রেফতার করা হয়। আরও পড়ুন- কেরলে আর্থিক সাহায্যে এবার গুগল
সূত্রের খবর, ভারভারা রাও-এর বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী মোদীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগও রয়েছে। চলতি বছরের জুনে এলগার পরিষদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তাদের এক জনের থেকেই একটি চিঠি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিসের। সেই চিঠিতেই না কি ভিমা কোরেগাঁও কাণ্ডে ভারভারা রাও-এর যুক্ত থাকার বিষয়টির উল্লেখ রয়েছে। উল্লেখ্য, সে সময় সুধীর দাভালে, সুরেন্দ্র গাডলিং, মহেশ রাউত, রোনা উইলসন এবং শোমা সেনকে গ্রেফতার করা হয়েছিল।