প্রতিটি বাহিনীকে লড়াইয়ের জন্য তৈরি থাকতেই হয়, মন্তব্য সেনাপ্রধানের

Updated By: Nov 4, 2017, 09:35 PM IST
প্রতিটি বাহিনীকে লড়াইয়ের জন্য তৈরি থাকতেই হয়, মন্তব্য সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদন: দেশের প্রতিটি বাহিনীকেই লড়াইয়ের জন্য তৈরি থাকতে হয়। সেটাই তাদের কাজ। মন্তব্য সেনাপ্রধান বিপিন রাওয়াতের।

সম্প্রতি চিনা প্রেসিডেন্ট তাঁর দেশের সেনাবাহিনীকে লড়াইয়ের প্রস্তুতির মাত্রা উন্নত করার কথা বলেছেন। এনিয়ে শনিবার প্রশ্ন করা হয় সেনাপ্রধানকে।

সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে বিপিন রাওয়াত বলেন, দেশের প্রত্যেকটি বাহিনীকেই লড়াই বা সংঘাতের জন্য তৈরি থাকতে হয়। এটা নতুন কিছু নয়। আমরাও ওই ধরনের প্রস্তুতি নিয়ে থাকি। শান্তির সময়ে আমার সেনাবাহিনীকে লড়াইয়ের জন্য তৈরি করি।

ডোকা লা-য় ভারত-চিন সংঘাত নিয়ে বলতে গিয়ে সেনাপ্রধান বলেন, ওখানে আমরা চিনা সেনাদের সঙ্গে কথা বলেছি। গোটা বিষয়টি ৭১ দিনের মধ্যে মিটে গেছে। রাওয়াত এদিন কর্ণাটকের কোডাগুতে ভারতের প্রথম ফিল্ড মার্শাল জেনারেল কারিয়াপ্পার মূর্তির আবরণ উন্মোচন করেন। স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন জেনারেল কারিয়াপ্পা।

আরও পড়ুন-হাওড়া স্টোনম্যান কাণ্ডে ধৃত দুই

.