বারামুলার পর ফের জঙ্গি নিশানায় সেনা কার্যালয়, এবার হামলা হান্দওয়ারায়, খতম ৩ জঙ্গি

বারামুলার পর ফের জঙ্গি নিশানায় সেনা কার্যালয়। এবার জঙ্গি হামলা হান্দওয়ারার লাঙ্গেটে সেনা কার্যালয়ে। ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের প্রধান কার্যালয়ে হামলার খবর মিলেছে।

Updated By: Oct 6, 2016, 11:01 AM IST
বারামুলার পর ফের জঙ্গি নিশানায় সেনা কার্যালয়, এবার হামলা হান্দওয়ারায়, খতম ৩ জঙ্গি

ওয়েব ডেস্ক: বারামুলার পর ফের জঙ্গি নিশানায় সেনা কার্যালয়। এবার জঙ্গি হামলা হান্দওয়ারার লাঙ্গেটে সেনা কার্যালয়ে। ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের প্রধান কার্যালয়ে হামলার খবর মিলেছে। ভোর পাঁচটা নাগাদ কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। সেনা তত্পর হলেই জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা গুলি চালায় রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরাও।

আরও পড়ুন- ভারতীয় জলসীমায় ফের আটক সন্দেহভাজন পাক নৌকা

দুপক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই  চলে। তিন জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। দুজন জওয়ান আহত হয়েছেন বলে খবর। উরির মতো এখানেও সেনা পোশাকে এসেছিল জঙ্গিরা। সুরক্ষিত রয়েছে কার্যালয়, জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। সেনা সূত্রে খবর, এলাকায় একজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। সেই জঙ্গির খোঁজে চিরুনি তল্লাসি শুরু করেছে সেনা। গত ২তারিখ বারামুলায় জঙ্গিদের টার্গেট ছিল রাষ্ট্রীয় রাইফেলসের ঘাঁটি।

বারবার জঙ্গিদের টার্গেট কাশ্মীরের সেনা ঘাঁটি। সার্জিকাল স্ট্রাইকে কাজের কাজ কিছুই হয়নি। একথা প্রমাণ করতেই কি এখন মরিয়া পাক মদতপুষ্ট জঙ্গিবাহিনী ?  উরিতে হামলা চালিয়ে ভারতের বুকে কাঁপন ধরাতে চেয়েছিল পাক মদতপুষ্ট সন্ত্রাস। উরি হামলার দুদিন পরেই নওগামে ফের অনুপ্রবেশের চেষ্টা হয়। নওগামে অবশ্য জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। নিকেশ হয় দশ জঙ্গি। সার্জিকাল স্ট্রাইকে উরি হামলার মোক্ষম  জবাব দেয় ভারত। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রাখে পাক জঙ্গি নেতারা। সবক শেখানোর হুঁশিয়ারি দেয় ইসলামাবাদও। দোসরা অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর মুখে যখন শান্তির বার্তা তখন ফের পাক মদতপুষ্ট সন্ত্রাসের বেয়াদপি বারামুলায়। প্রশ্ন উঠছে, জঙ্গি ঘাঁটি তছনচ করতে এবার কি পাকিস্তানের ভিতরে ঢুকে হামলা চালাতে হবে ভারতীয় সেনাকে?

.