দলীয় নীতি স্থির করতে সিপিআইএম অন্দরে বিতর্ক, কোন্দলে কারাট-ইয়েচুরি

দলের নতুন লাইন ঠিক করতে বিতর্ক চরমে সিপিআইএমের অন্দরে। কেন্দ্রীয় কমিটির বৈঠকেই প্রকাশ কারাটের পাল্টা দলিল পেশ করেছেন সীতারাম ইয়েচুরি।

Updated By: Oct 27, 2014, 06:08 PM IST
দলীয় নীতি স্থির করতে সিপিআইএম অন্দরে বিতর্ক, কোন্দলে কারাট-ইয়েচুরি

ব্যুরো: দলের নতুন লাইন ঠিক করতে বিতর্ক চরমে সিপিআইএমের অন্দরে। কেন্দ্রীয় কমিটির বৈঠকেই প্রকাশ কারাটের পাল্টা দলিল পেশ করেছেন সীতারাম ইয়েচুরি।

কারাটের বক্তব্য, বিজেপিকে ঠেকাতে দেশজুড়ে বামমঞ্চ  গড়ে তোলাই একমাত্র পথ। কিন্তু এ তত্ত্ব মানতে নারাজ ইয়েচুরি। তাঁর মত, বিজেপিকে রুখতে বামপন্থী  ছাড়াও বাকী সব গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ  দলকে একজোট করতে হবে। দলের নতুন লাইন কী  হবে, তা নিয়ে মতবিরোধ সিপিআইএমে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে পরস্পরবরোধী দলিল পেশ করেছেন দুই শীর্ষ নেতা প্রকাশ কারাট ও সীতারাম ইয়েচুরি।

১৯৭৮ সালে  তত্‍কালীন কংগ্রেসকে ঠেকাতে সব গণতান্ত্রিক আঞ্চলিক দলগুলিকে এককাট্টা করার সিদ্ধান্ত হয়  সিপিআইএমের জলন্ধর পার্টি কংগ্রেসে । জ্যোতি বসু, হরকিষেণ সিং সুরজিতের নেতৃত্বে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।

কারাটের দাবি, ১৯৭৮এর সেই সিদ্ধান্তের কারণেই দেশজুড়ে বাম সংগঠন শক্তিশালী করা যায়নি।

ইয়েচুরির যুক্তি, আটাত্তরের লাইন ঠিক ছিল বলেই ভিপিসিংর নেতৃত্বে সরকার গড়া সম্ভব হয়েছিল। ১৯৯৬ সালে সরকার গড়তে পারত বামেরাও।

দলের লাইন ঠিক করা নিয়ে কারাট ও ইয়েচুরির দুই দলিল নিয়েই আলোচনা চলছে কেন্দ্রীয় কমিটির বৈঠকে। তবে কার  দলিলে সিলমোহর পড়ল, তা  জানা যাবে আগামী এপ্রিলে সিপিআইএম পার্টি কংগ্রেসে চূড়ান্ত বিতর্কের পর।

 

 

.