মূর্তি ভাঙার সঙ্গে বিজেপির কেউ জড়িত থাকলে কড়া শাস্তি, সাফ জানালেন অমিত শাহ
অমিত শাহ আজ ট্যুইটের মন্তব্য করেছেন, ত্রিপুরা ও তামিনাড়ুতে দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। বিজেপির কোনও কর্মী সমর্থক মূর্তি ভাঙার ঘটনায় জড়িত থাকলে তাদের কড়া শাস্তি হবে
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী ও রাজনাথ সিংয়ের পর ত্রিপুরায় নেনিন মূর্তি ভাঙার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির সাধারণ সম্পাদক অমিত শাহ।
I have spoken to the party units in both Tamil Nadu and Tripura. Any person associated with the BJP found to be involved with destroying any statue will face severe action from the party.
— Amit Shah (@AmitShah) March 7, 2018
দক্ষিণ ত্রিপুরার বেলানিয়ায় ও আগরতলায় দুটি লেনিনের মূর্তি ভেঙে দেওয়া হয়। এতে বিজেপি ও আইপিএফটি সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠছে। ত্রিপুরার রাজ্যপাল ও বিজেপি নেতা রাম মাধব ওই ঘটনাকে একপ্রকার সমর্থন জানিয়ে দেন। এতে চাপ বেড়ে যায় বিজেপির উপরে। এর পরই মুখ খুললেন অমিত শাহ।
আরও পড়ুন-শামি একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত; মারধরও করেন, চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রীর
অমিত শাহ আজ ট্যুইটের মন্তব্য করেছেন, 'ত্রিপুরা ও তামিনাড়ুতে দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। বিজেপির কোনও কর্মী সমর্থক মূর্তি ভাঙার ঘটনায় জড়িত থাকলে তাদের কড়া শাস্তি হবে। সম্প্রতি মূর্তি ভাঙার যেসব ঘটনা ঘটেছে তা একেবারেই দুর্ভাগ্যজনক। দল এই ধরনের ঘটনাকে সমর্থন করে না।'
The recent issue on destroying of statues is extremely unfortunate. We as a party do not support the bringing down of anybody’s statue.
— Amit Shah (@AmitShah) March 7, 2018