ফের তদন্তের জালে টাইটেলর

দিল্লির আদালতে বড় ধাক্কা খেলেন কংগ্রেস নেতা জগদীশ টাইটেলর। ১৯৮৪-র শিখ দাঙ্গায় টাইটেলরের বিরুদ্ধে পুনরায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে টাইটেলরকে `ক্লিনচিট` দেওয়া সত্ত্বেও দিল্লির আদালতের নতুন তদন্তের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Updated By: Apr 10, 2013, 10:21 PM IST

দিল্লির আদালতে বড় ধাক্কা খেলেন কংগ্রেস নেতা জগদীশ টাইটেলর। ১৯৮৪-র শিখ দাঙ্গায় টাইটেলরের বিরুদ্ধে পুনরায় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে টাইটেলরকে `ক্লিনচিট` দেওয়া সত্ত্বেও দিল্লির আদালতের নতুন তদন্তের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
সিবিআইকে শিখ দাঙ্গার প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারক অনুরাধা শুক্লা ভরদ্বাজ জানিয়েছেন, "সিপিআইয়ের ক্লোজার রিপোর্টকে পাশে রেখেই নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে।"
শিখ দাঙ্গায় অভিযুক্ত জগদীশ টাইটেলরকে সিবিআই বেকসুর খালাস করার নিরিখে যে মামলা করা হয়, তাতেই এই নতুন নির্দেশ দিয়েছে আদালত।

.