একদিনের প্রতীকী অনশনে আন্না
জন লোকপাল বিল না আনলে লোকসভা ভোটে পরাজয়ের জন্য প্রস্তুত থাকুক ইউপিএ। যন্তর মন্তরের অনশন মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি শোনা গেল আন্না হাজারের গলায়। উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে কংগ্রেসের সার্বিক ফলাফলের পর টিম আন্নার এই হুমকিকে তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
জন লোকপাল বিল না আনলে লোকসভা ভোটে পরাজয়ের জন্য প্রস্তুত থাকুক ইউপিএ। যন্তর মন্তরের অনশন মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি শোনা গেল আন্না হাজারের গলায়। উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে কংগ্রেসের সার্বিক ফলাফলের পর টিম আন্নার এই হুমকিকে তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
মাস তিনেক আগে মুম্বইয়ের অনশনে তেমন সাড়া পাননি। কিন্তু, নিজের অবস্থান থেকে সরতে নারাজ আন্না শেষপর্যন্ত বেছে নিলেন সেই পুরনো অস্ত্রকেই। অনশন কর্মসূচি। তবে, এবার প্রতীকী। কিন্তু, পুরনো অস্ত্রে ধার দিতে রবিবার মঞ্চে ছিল ভিন্ন রণকৌশল।
দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে নিহত সরকারি আধিকারিকদের হয়ে সুর চড়া করেন আন্না। মধ্যপ্রদেশের মোরেনায় নিহত আইপিএস অফিসার নরেন্দ্রকুমারের পরিবারকেও রবিবার পাশে পেয়েছেন তিনি। আন্না শিবিরের অভিযোগ, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওই আইপিএস-এর মৃত্যু হলেও কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। কিন্তু, সংসদে বাজেট অধিবেশন চলাকালীন ফের আন্না হাজারের সরব হওয়াকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। বিশেষত উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেসের খারাপ ফলের পর টিম আন্নার এই সরব হওয়াকে খাটো করে দেখতে রাজি নন তারা।
জন লোকপাল পেশের ব্যাপারে প্রতিশ্রুতি মিলেছে কংগ্রেসের তরফে। কিন্তু, এনিয়ে ডাকা সর্বদলে এখনও পর্যন্ত ঐকমত্য গড়ে ওঠেনি। কংগ্রেস হাইকমান্ড অবশ্য এখনও আন্না হাজারের হুমকিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য আন্না অনশন করতেই পারেন, কিন্তু, আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে শুধুমাত্র সংসদেরই। এদিকে, এবারও আন্না হাজারের অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিজেপি।