পুরনো বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ মহারাষ্ট্রের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে, হত ৬
পুরনো বিস্ফোরক ধ্বংস করতে গিয়ে অসাবধানতার জেরে বিস্ফোরণ।
নিজস্ব প্রতিবেদন: সাত সকালে বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের ওয়ারধা জেলার পুলগাঁও। সেনার অর্ডন্যান্স ডিপোর কাছেই শক্তিশালী বিস্ফোরণ হয়েছে বলে খবর। ঘটনায় নিহত কমপক্ষে ৬ জন। আহত হয়েছেন ১১ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে একজন সেনার অস্ত্র কারখানার কর্মী, দুজন শ্রমিক।
বিস্ফোরণের তীব্রতা এতটা শক্তিশালী ছিল, যে পাশ্ববর্তী দুটি গ্রামও কেঁপে ওঠে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের জবলপুরের খামারিয়ার অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে কিছু বাতিল বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল মহারাষ্ট্রের ওয়ারধার কারখানায়। প্রতিরক্ষামন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, মহারাষ্ট্রের ওয়ারধা জেলায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে কয়েকজনের। পুরনো বিস্ফোরকগুলি নিস্ক্রীয় করতে গিয়ে ঘটনাটি ঘটেছে।
#SpotVisuals: Two killed, several injured in an explosion in Pulgaon Army depot in Wardha. Further details awaited. #Maharashtra pic.twitter.com/9hHbsBXLbO
— ANI (@ANI) November 20, 2018
প্রতিরক্ষামন্ত্রকের আধিকারিকের কথায়, ''পুরনো বিস্ফোরক ধ্বংসের ব্যবস্থা মধ্যপ্রদেশের খামারিয়া অর্ডন্যান্স ফ্যাক্টরিতে নেই। সে কারণে পুলগাঁওয়ের সেন্ট্রাল অ্যামুনেশন ডিপোতে আনা হয়েছিল বিস্ফোরকগুলি। সেখানেই সাধারণত পুরনো বিস্ফোরণ নষ্ট করা হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরকগুলি নষ্ট করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে''। গোটা ঘটনাটির তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। বিস্ফোরকগুলি যখন ধ্বংস করা হচ্ছিল, তখন কেন গ্রামবাসীরা সেখানে ছিলেন? প্রতিরক্ষামন্ত্রকের আধিকারিকের বক্তব্য, এটা তদন্তেরই অংশ। ওয়ারধার জেলাশাসক জানিয়েছেন, সেন্ট্রাল অ্যামুনেশন ডিপোর বাইরে বিস্ফোরণটি ঘটেছে। সে কারণে আগুন ছড়িয়ে পড়ার কোনও আশঙ্কা নেই।
উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে পুলগাঁওয়ে সেন্ট্রাল অ্যামুনেশন ডিপো চত্বরে আগুন লাগায় মৃত্যু হয়েছিল ১৭ জনের। মৃতদের মধ্যে দুজন সেনা অফিসার ছিলেন। বাকিরা ছিলেন নিরাপত্তাবাহিনীর সদস্য।
আরও পড়ুন- বেকারদের কর্মসংস্থানে ই-রিকশা কেনায় টাকা দিচ্ছে রাজ্য সরকার