লক্ষ্য রাজ্য গুলিতে বিধানসভা নির্বাচন, অমিত শাহের কোর কমিটি থেকে বাদ বরুণ গান্ধী

মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির কোর টিম তৈরি করলেন দলীয় সভাপতি অমিত শাহ। টিম থেকে বাদ পড়েছেন বরুণ গান্ধী। তাঁর জায়গায় সাধারণ সম্পাদক করা হয়েছে RSS নেতা রাম মাধবকে।

Updated By: Aug 16, 2014, 01:49 PM IST
লক্ষ্য রাজ্য গুলিতে বিধানসভা নির্বাচন, অমিত শাহের কোর কমিটি থেকে বাদ বরুণ গান্ধী

ব্যুরো: মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির কোর টিম তৈরি করলেন দলীয় সভাপতি অমিত শাহ। টিম থেকে বাদ পড়েছেন বরুণ গান্ধী। তাঁর জায়গায় সাধারণ সম্পাদক করা হয়েছে RSS নেতা রাম মাধবকে।

আটজন সাধারণ সম্পাদক ও চোদ্দজন সম্পাদককে নিয়ে দল তৈরি করেছেন অমিত শাহ। রয়েছেন জয়প্রকাশ নাড্ডা, রাজীব প্রতাপ রুডি, মুরলিধর রাও, সরোজ পাণ্ডে, ভূপিন্দর যাদব, রামশঙ্কর কাটেরিয়া, রাম লাল। BS ইয়েদুরাপ্পা এবং বন্ধু দত্তাত্রেয়কে সহ সভাপতি করা হয়েছে। অমিত শাহের দলে স্থান পেয়েছেন প্রাক্তন সভাপতি নীতীন গড়করি ঘনিষ্ঠ বিনয় সহস্রবুদ্ধে। বিজেপির মুখপাত্র হয়েছেন, শাহনওয়াজ হুসেন, মীনাক্ষী লেখি, এমজে আকবর, নলিনী কোহলি, সুধাংশু ত্রিবেদী।

.