২০১৯-তে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতাই বিশ্বাসযোগ্য মুখ, মন্তব্য ডেরেকের
রাহুলের উত্থানের মধ্যেই ডেরেক ও'ব্রায়েনের দাবি, ২০১৯ সালে বিজেপিকে লড়াই দেওয়ার বিশ্বাসযোগ্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ লোকসভা ভোটের আগে গোটা দেশের যুবক নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ চাইছেন। বুধবার এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। গুজরাটে বিজেপিকে বেগ দিয়েছে রাহুল গান্ধীর দল। পাশাপাশি হার্দিক, জিগ্নেশ মতো যুব নেতারা কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। এই পরিস্থিতিতে ডেরেকের এই মন্তব্য তাত্পর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
মঙ্গলবার গুজরাটের দুই যুব নেতা হার্দিক প্যাটেল ও জিগ্নেশ মেবানির সঙ্গে ফোনে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই প্রসঙ্গেই সংবাদ সংস্থা পিটিআই-কে ডেরেক ও'ব্রায়েন বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরামর্শ চাইছেন যুব নেতারা। তাঁর অভিজ্ঞতা থেকে শিখতে চাইছেন। এতে আমি একেবারেই অবাক নই। ২০১৯ সালে বিজেপিকে লড়াই দেওয়ার মতো বিশ্বাসযোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই।'' প্রসঙ্গত, ২৪ ঘণ্টা ডট কম-কে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে হার্দিক প্যাটেল বলেছিলেন, ''ইন্দিরা গান্ধীর পর মমতাই সবচেয়ে জনপ্রিয় নেত্রী। উনি মাটির মানুষ। বাংলার উন্নয়ন করছেন।''
আরও পড়ুন- সেলফিতে 'না', দলের কর্মীদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের
ডেরেক ও'ব্রায়েনের কথায়, ''সব বিরোধীরা একজোট হলে বিজেপিকে হারানো সম্ভব বলে বিশ্বাস করেন তৃণমূল সুপ্রিমো। গত চার দশক ধরে গণ আন্দোলনে মমতার ভূমিকা উল্লেখযোগ্য। এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে অভিজ্ঞতা। গতবছর বিশাল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছেন তিনি। আর এজন্য বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনিই বিশ্বাসযোগ্য মুখ।''
ডেরেক আরও বলেন,''ভবিষ্যতের দিকে তাকালে অভিজ্ঞতা, বিশ্বাসযোগ্যতা ও ধর্মনিরপেক্ষতার বিচারে মমতাই যথার্থ মুখ। ২০১৯ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বাংলাই।''
২০১৯-তে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী জোটের সলতে পাকানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের লালুপ্রসাদ যাদব, সপার অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর সুসম্পর্ক। বিভিন্ন সময়ে সংসদে তৃণমূলের সঙ্গে কক্ষ সম্বন্বয় করে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, ২০১৯ সালে মোদী-শাহ জুটিকে থামাতে বৃহত্তর জোটের পথে হাঁটতে পারে বিরোধীরা।