মোদীকে স্বাগত জানাতে লাল কার্পেট বিছিয়ে তৈরি আমেরিকা
মোদীকে স্বাগত জানাতে লাল কার্পেট বিছিয়ে তৈরি আমেরিকা। ওয়াশিংটনে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক। তারপর সরকারি ডিনার। মোদীকে স্বাগত জানাতে কূটনৈতিক স্তরে এলাহি আয়োজন করে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পর্তুগাল ও নেদারল্যান্ডসেও যাবেন প্রধানমন্ত্রী।
ওয়েব ডেস্ক: মোদীকে স্বাগত জানাতে লাল কার্পেট বিছিয়ে তৈরি আমেরিকা। ওয়াশিংটনে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক। তারপর সরকারি ডিনার। মোদীকে স্বাগত জানাতে কূটনৈতিক স্তরে এলাহি আয়োজন করে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পর্তুগাল ও নেদারল্যান্ডসেও যাবেন প্রধানমন্ত্রী।
রবিবার স্থানীয় সময় ভোর ৬টায় ওয়াশিংটনে পৌছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তাঁর বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ৩ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। সোমবারই প্রথমবার মুখোমুখি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদী।
সোমবারের বৈঠকের পর ককটেল রিসেপশন ও নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মোদীই প্রথম রাষ্ট্রনেতা, কুর্সিতে বসার পর যাঁর সঙ্গে সরকারি ডিনার সারবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মোদীর জন্য এখন থেকেই লালকার্পেট পেতে রেখেছে ট্রাম্প প্রশাসন। গালভরা প্রশংসায় ভরিয়ে দেওয়া হচ্ছে ভারতকে।
ট্রাম্প প্রশাসনের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত চিরকালই শুভশক্তি এবং সে দেশের সঙ্গে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা ও প্রভাব বাড়ছে এবং আমেরিকা এতে উত্সাহ দিতেই চায়
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে প্রতিরক্ষা, সন্ত্রাস ও জ্বালানি শক্তি নিয়ে আলোচনা হবে। তবে H1B ভিসার মতো বিতর্কিত বিষয় সযত্নে এড়িয়ে যেতে পারে দুই পক্ষ । মোদী এবং আমেরিকা। বিশ্ব রাজনীতিতে এই রসায়ন চিরকালই আলোচনার বিষয়। একসময় প্রায় ১২ বছর আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ ছিল তাঁর। আবার প্রধানমন্ত্রী হয়ে তিনিই সাদরে আমন্ত্রিত। বারাক ওবামার সঙ্গেও সম্প্রীতি ছিল। ট্রাম্পও মোদীকে নিয়ে আগ্রহী। গত ৩ বছরে এই নিয়ে চতুর্থবার আমেরিকা গেলেন প্রধানমন্ত্রী মোদী।