টিভি সম্প্রচার নিয়ন্ত্রণের পক্ষে সওয়াল অম্বিকা সোনির
বিচারপতি মার্কন্ডেয় কাটজুর বক্তব্যের প্রতিধ্বনী এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনির মুখে! টেলিভিশন সম্প্রচারের উপরে নিয়ন্ত্রণে এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছে ইউপিএ সরকার। কিন্তু বিভিন্ন মহলের চাপে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়ে ওঠেনি।
বিচারপতি মার্কন্ডেয় কাটজুর বক্তব্যের প্রতিধ্বনী এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনির মুখে!
টেলিভিশন সম্প্রচারের উপরে নিয়ন্ত্রণে এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছে ইউপিএ সরকার। কিন্তু বিভিন্ন মহলের চাপে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়ে ওঠেনি। রাজনৈতিক এবং সম্প্রচার জগতের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট মহলের মধ্যে এ নিয়ে ঐকমত্যে না পৌঁছতে পারাটাও একটা বড় কারণ। গতকাল দিল্লিতে এক আলোচনা সভায় এই কথা মনে করিয়ে দিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি আরো একবার এই ধরনের আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিভ্রান্তিকর বিজ্ঞাপনী প্রচার নিয়ন্ত্রণের জন্য একটি কার্যকরী বিধি প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন। দিল্লির ওই আলোচনা সভায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এই মন্তব্য করে নির্দিষ্ট আইন প্রণয়নের উপরে গুরুত্ব আরোপ করেন।
প্রসঙ্গত, টিভি সম্প্রচার নিয়ন্ত্রণে আইন প্রণয়নে এর আগেও উদ্যোগী হয়েছে কেন্দ্র। কিন্তু বাদ সেধেছেন এই জগতের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা। এমনকী, রাজনৈতিক মহলও এ নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি। ফলে সংশ্লিষ্ট বিল পেশ করা যায়নি সংসদে। আইন প্রণয়ন দূর অস্ত।