১৩০০ টাকায় নারকেল মালা! বিক্রি হচ্ছে আমাজনে
আমাজনে ১২৯০ টাকা থেকে ১৩৬৫ টাকা পর্যন্ত অর্ধেক নারকেলের খোলা বিক্রি হচ্ছে। এ খবর প্রকাশ্যে আসতে সোশাল মিডিয়ায় ভাইরাল
নিজস্ব প্রতিবেদন: জল, শাঁস, ছোবড়া-সহ একটা আস্ত নারকেলের দাম কত? আন্দাজ করুন! কমপক্ষে ৩৫ টাকা! আচ্ছা, ধরুন, পুজো-অনুষ্ঠানে চাহিদা বাড়লে কখনও আপনি ৫০ টাকাতেও একটা নারকেল কিনেছেন। ওই পর্যন্ত, তাই না! কিন্তু জল, শাঁস, ছোবড়া-বিহীন অর্ধেক নারকেলের মালা কখনও কিনেছেন? তা আবার ১৩০০ টাকায়! আঁতকে উঠলেন! হুম্ ওঠারই কথা। অনলাইন বিপণী সংস্থায় ওই দামেই বিকোচ্ছে অর্ধেক নারকেলের মালা! তা দেখে বেহুঁশ হওয়ার জোগাড় গ্রাহকদের।
আরও পড়ুন- এনডিএ-র শরিক দলের নেতা বেছে দিচ্ছেন অমিত শাহ! নীতীশের মন্তব্যে চাঞ্চল্য
আমাজনে ১২৯০ টাকা থেকে ১৩৬৫ টাকা পর্যন্ত অর্ধেক নারকেলের খোলা বিক্রি হচ্ছে। এ খবর প্রকাশ্যে আসতে সোশাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের কটাক্ষ, ৩৫টাকায় যেখানে দু’টো নারকেলের মালা পাই। তার সঙ্গে ফ্রি জল, ছোবরা। কেউ বলছেন, যদি ওই টাকায় বিক্রি হয়, তা হলে কেরলের মানুষ তো বড়লোক হয়ে যাবে। আবার কারওর পরামর্শ, তা হলে দু’ভাবে মিলিনিয়র হওয়া যায়। এক, হাসপাতলের সামনে ইডলির দোকান খুলে। আর আমাজনের নারকেলের খোলা বিক্রি করে। এ ভাবেই মুখরোচক তরজায় মেতে উঠেছেন নেটিজেনরা।
@amazon @AmazonHelp Can you check this seller who is selling #Natural Coconut Shell Cup for RS 1365? We buy coconut for 35 RS and in #Kerala we don't pay. How natural can this be than the one that we buy? # https://t.co/vpFCtAfcBM pic.twitter.com/IWuu3p5G8t
— Mathew Thomas (@matthuesp) January 15, 2019
wow. didnt know that the coconut shells cost this much. we normally use it to start a fire. kids use it to make mannappam. (idli like things made of sand) #mallu #coconut #shell #chiratta #amazon #Kerala #thenga #crazypricing https://t.co/LDbrBgKzG6 @amazonIN pic.twitter.com/iuzYB6CXis
— Harikrishnan Menon (@harikrishnanc) January 14, 2019
আরও পড়ুন- এনডিএ-র শরিক দলের নেতা বেছে দিচ্ছেন অমিত শাহ! নীতীশের মন্তব্যে চাঞ্চল্য
কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে আমাজন কর্তৃপক্ষের চোখ এড়িয়ে অবাধে বিক্রি হচ্ছে এমন প্রোডাক্ট! আমাজনের এমন উদাসীনতাকেই কাঠগড়ায় তুলছেন তাঁরা। যদিও সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি এখনও। এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছেন গ্রাহকরা। আমাজনে ঘুঁটেও বিক্রি হচ্ছে। তা-ও আবার আকাশছোঁয়া দামে!