অমরনাথের শিবলিঙ্গ সম্পূর্ণ গলে গেল
তীর্থযাত্রার ৩৮ দিন আগেই অমরনাথের শিবলিঙ্গ সম্পূর্ণ গলে গেল। চলতি বছর ২৮ জুন শুরু হয় অমরনাথ যাত্রা। চলবে ২১ অগাস্ট অবধি। এখনও পর্যন্ত দু লক্ষের বেশি তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় যোগ দিয়েছেন। পুরো ঘটনা শোনার পর এক রাজ্যের এক তীর্থযাত্রী বললেন, "গ্লোবাল ওয়ার্মিং-এর চাপে প্রকৃতির সবই যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে!"
তীর্থযাত্রার ৩৮ দিন আগেই অমরনাথের শিবলিঙ্গ সম্পূর্ণ গলে গেল। চলতি বছর ২৮ জুন শুরু হয় অমরনাথ যাত্রা। চলবে ২১ অগাস্ট অবধি। এখনও পর্যন্ত দু লক্ষের বেশি তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় যোগ দিয়েছেন। পুরো ঘটনা শোনার পর এক রাজ্যের এক তীর্থযাত্রী বললেন, "গ্লোবাল ওয়ার্মিং-এর চাপে প্রকৃতির সবই যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে!"
এর আগে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এবার শুরু থেকেই শিবলিঙ্গটি তাঁর স্বাভাবিক উচ্চতা থেকে ৪০ শতাংশ কমে গিয়েছিল। হাজারো তীর্থযাত্রীর উপস্থিতিতে সেই শিবলিঙ্গের দৈর্ঘ্য এবার পাঁচ ফুঁটে দাঁড়িয়েছে। মনে করা হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এবং অসংখ্য তীর্থযাত্রীর উপস্থিতিতে অমরনাথ গুহার ভেতরে তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়ছে। যার প্রভাব পড়ছে শিবলিঙ্গের ওপরে।