UNION BUDGET: সংসদে বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক, বিরোধী সাংসদদের সঙ্গে বাদানুবাদ মন্ত্রীর!

কংগ্রেস ছাড়া বৈঠকে যোগ দিয়েছিলেন প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিই। বেশ কয়েকটি দাবি পেশ করল তৃণমূল।

Updated By: Jan 30, 2023, 11:44 PM IST
UNION BUDGET: সংসদে বাজেট অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক, বিরোধী সাংসদদের সঙ্গে বাদানুবাদ মন্ত্রীর!

জি ২৪ ডিজিটাল ব্যুরো: সংসদে বাজেট পেশ হতে এখনও ১ দিন দেরি। অশান্তি আঁচ পাওয়া গেল সর্বদল বৈঠকে। কংগ্রেস ছাড়া বৈঠকে যোগ দিয়েছিলেন প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিই। বেশ কয়েকটি দাবি পেশ করল তৃণমূল।

কেন্দ্রে দ্বিতীয় দফায় মোদীর সরকারের মেয়াদ শেষের মুখে। ২০১৪-এ লোকসভা ভোট। এবারের বাজেটে ঠিক কী ঘোষণা করতে চলেছে মোদী সরকার? সেদিকেই নজর সকলেই।  আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের প্রথম পর্ব। সংসদের আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করবে সরকার। বুধবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। প্রথম দফার অধিবেশন চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিন সংসদ ভবনে সর্বদল বৈঠক ডেকেছিলেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী  প্রহ্লাদ যোশী। সেই বৈঠকেই কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হন বিরোধীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বেশ কয়েক দফায় বিরোধী সংসদদের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়ে সংসদ বিষয়কমন্ত্রী।

 

সর্বদল বৈঠকে ফের ১০০ দিনের কাজে বঞ্চনার অভিযোগ তোলেন তৃণমূল সাংসদরা। তাঁদের দাবি, কোনও অবস্থাতেই যেন একশোর দিনের প্রকল্পের রাজ্য বরাদ্দ আটকে রাখা না হয়। কেন্দ্রের তরফেও সংসদের বাজেট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য় সহযোগিতা আবেদন জানানো হয় বিরোধীদের। প্রশ্ন ওঠে, সর্বদলীয় বৈঠকে কেন যোগ দিল না কংগ্রেস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.