বিতর্কের মুখে ইউ টার্ন জম্মু-কাশ্মীর সরকারের, গিলানি ছাড়া মুক্ত অন্য হুরিয়ত নেতারা

মুখে ইউ টার্ন জম্মু-কাশ্মীর সরকারের। বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ ওমর ফারুক, আব্বাস আনসারি ও ইয়াসিন মালিককে ছেড়ে দিল মুফতি সরকার। রবিবার দিল্লিতে ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। সেই বৈঠকে হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক ও ইয়াসিন মালিককে আমন্ত্রণ জানায় পাকিস্তান।

Updated By: Aug 20, 2015, 04:30 PM IST
বিতর্কের মুখে ইউ টার্ন জম্মু-কাশ্মীর সরকারের, গিলানি ছাড়া মুক্ত অন্য হুরিয়ত নেতারা

ব্যুরো: মুখে ইউ টার্ন জম্মু-কাশ্মীর সরকারের। বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ ওমর ফারুক, আব্বাস আনসারি ও ইয়াসিন মালিককে ছেড়ে দিল মুফতি সরকার। রবিবার দিল্লিতে ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। সেই বৈঠকে হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক ও ইয়াসিন মালিককে আমন্ত্রণ জানায় পাকিস্তান।

আগামিকাল তাঁদের দিল্লি পৌছনোর কথা। তার আগেই আজ বিচ্ছিন্নতাবাদী নেতাদের গৃহবন্দি করায় জম্মু-কাশ্মীর সরকারের দিকে আঙুল ওঠে। যদিও, ঘণ্টা দুয়েক গৃহবন্দি রাখার পরই তিন নেতাকে ছেড়ে দেওয়া হয়। চরমপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি অবশ্য আগে থেকেই গৃহবন্দি। তাঁকে ছাড়া হয়নি।

.