টিকটকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিয়ো, এজাজ খানকে জেল হেফাজতের নির্দেশ
বৃহস্পতিবার এজাজ খানকে গ্রেফতার করে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: আরও ১ দিন জেলে কাটাতে হবে এজাজ খানকে। অভিনেতাকে হাজতবাসের নির্দেশ দিল মুম্বইয়ের ভাসি আদালত। টিকটকে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার এজাজ খানকে গ্রেফতার করে পুলিস। আগামিকাল পর্যন্ত পুলিসের হেফাজতেই থাকবেন তিনি।
'বিগ বস'-এর প্রাক্তন অংশগ্রহণকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারা, ৩৪ ধারা ও তথ্যপ্রযুক্তি আইনে ৬৭ ধারায় মামলা দায়ের করেছে পুলিস। এদিন এজাজের আইনজীবী দাবি করেছেন, গ্রেফতারের আগে প্রাথমিক তদন্ত চালানো হয়েছিল। ভিডিয়োটিও বাজেয়াপ্ত করেছিল পুলিস। কিন্তু এজাজকে হেফাজতে চায় পুলিস। মুম্বই পুলিসের সাইবার শাখা বৃহস্পতিবার গ্রেফতার করে এজাজকে।
এর আগেও ২৮ জুন সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিয়ো শেয়ার করেছিলেন এজাজ। ওই ভিডিয়োতে বজরং দল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। ২০১৮ সালে অবৈধভাবে মাদক রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এজাজ। ২০১৬ সালে এক মহিলাকে অশ্লীল ছবি ও বার্তা পাঠানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
টেলিভিশন রিয়েলিটি শো বিগ বসের সপ্তম সংস্করণে প্রতিযোগী ছিলেন এজাজ খান। এছাড়াও কয়েকটি ছবি ও ধারাবাহিকেও অভিনয় করেছেন।