Aishwarya Rai: ঐশ্বর্য রাইয়ের চোখ কেন এত সুন্দর, ব্যাখ্যা দিলেন মন্ত্রীমশাই
Aishwarya Rai: বিজেপি মন্ত্রীর ওই মন্তব্য নিয়ে সরব হয়েছেন এনসিপি বিধায়ক অমল নিটকারি। এনসিপি নেতা বলেন, ওঁর উচিত উপজাতিদের সমস্যা নিয়ে মাথা ঘামানো। আর উনি পড়েছেন ঐশ্বর্যকে নিয়ে! নিজেকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মন্ত্রীর বক্তব্য উঠে এল ঐশ্বর্য রাইয়ের চোখ। আর তা নিয়েই দলে সমালোচনার মুখে মহারাষ্ট্রের মন্ত্রী। রাজ্যের উপজাতি বিষয়ক মন্ত্রী বিজয় কুমার গোভিতের একটি মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কীভাবে ঐশ্বর্য রাইয়ের চোখ এত সুন্দর হল তার ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন-'ইমামদের শ্রদ্ধা করি, আশা করি তাঁরা কোনও রাজনীতির মধ্যে প্রবেশ করবেন না'
কিছুটা রসালো ভঙ্গীতে মহিলাদের উদ্দেশ্যে তিনি এক সভায় বলেন, রোজ মাছ খেলে ত্বক মসৃণ হয়। যারা রোজ মাছ খান তাদের চোখে একটা ঔজ্জবল্য ফুটে ওঠে। কোনও পুরুষ আপনাকে দেখলে আপনার দিকে আকৃষ্ট হবেন। আপনারা তো ঐশ্বর্য রাইকে তো দেখেছেন। উনি একসময় মাঙ্গালুরুর সমুদ্র উপকূলে থাকতেন আর রোজ মাছ খেতেন। ওঁর চোখ দেখেছেন? রোজ আপনিও যদি মাছ খান তাহলে আপনারও ওইরকম চোখ হবে।
মহিলাদের নিয়ে গোভিতের ওই মন্তব্যকে খুব একটা ভালো চোখে দেখছে না বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির। গোভিত বলেন, মাছে একরকম তেল থাকে। সেই তেলই ত্বককে মসৃণ করে।
বিজেপি মন্ত্রীর ওই মন্তব্য নিয়ে সরব হয়েছেন এনসিপি বিধায়ক অমল নিটকারি। এনসিপি নেতা বলেন, ওঁর উচিত উপজাতিদের সমস্যা নিয়ে মাথা ঘামানো। আর উনি পড়েছেন ঐশ্বর্যকে নিয়ে! নিজেকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন।
দলেও এনিয়ে নেতারা হাসাহাসি করছেন বিজয়কে নিয়ে। বিজেপি বিধায়ক নীতেশ রানে সংবাদমাধ্যমে বলেন, আমিও রোজ মাছ খাই। আমার চোখও তাহলে ঐশ্বর্য রাইয়ের মতো হওয়া উচিত ছিল। বিজয়কে জিজ্ঞসা করব এর পেছনে কোনও কারণ রয়েছে কিনা।