ড্রিমলাইনারের উড়ানে দাঁড়ি টানল ভারত

গতকয়েকদিন ধরে চলতে থাকা যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে ছটি বোইং-৭৮৭ ড্রিমলাইনারের উড়ানে লাল সিগনাল দিল ডিজিসিএ। যান্ত্রিক জটিলতার অভিযোগকে কেন্দ্র করে গভীর সঙ্গটে ভারতে ড্রিমলাইনার উড়ানের ভবিষ্যত। নিরাপত্তার কারণেই এয়ার ইন্ডিয়ার সমস্ত ড্রিমলাইনারের উড়ান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন।

Updated By: Jan 17, 2013, 11:04 AM IST

গতকয়েকদিন ধরে চলতে থাকা যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে ছটি বোইং-৭৮৭ ড্রিমলাইনারের উড়ানে লাল সিগনাল দিল ডিজিসিএ। যান্ত্রিক জটিলতার অভিযোগকে কেন্দ্র করে গভীর সঙ্গটে ভারতে ড্রিমলাইনার উড়ানের ভবিষ্যত। নিরাপত্তার কারণেই এয়ার ইন্ডিয়ার সমস্ত ড্রিমলাইনারের উড়ান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন।
এর আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডেরাল এভিয়েশন অথরিটি সমস্ত ড্রিমলাইনার বিমানের উড়ান বন্ধের নির্দেশ দেয়। তাঁদের সতর্কবার্তা পেয়েই ভারতেও ড্রিমলাইনারের উড়ান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার জাপানে বোয়িংয়ের দুটি ড্রিমলাইনার বিমানে ব্যাটারি জনিত সমস্যা দেখা দেওয়ার পরে নিজস্ব তদন্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডেরাল এভিয়েশন অথরিটি। তারপরেই সমস্ত বিমানের ব্যাটারি পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সবকটি বিমান যান্ত্রিকভাবে ত্রুটিমুক্ত ঘোষণা না হওয়া পর্যন্ত বোয়িংয়ের এই বিশেষ বিমান উড়তে পারবে না।

.