Air India Express: ২ মিনিটের নোটিসে সবাই 'অসুস্থ'! পাইলটদের গণছুটিতে বেসামাল টাটার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস...
Air India Express crisis: শতাধিক কর্মীর গণছুটি নেওয়া ও তার জেরে প্রায় ১০০ ছুঁই ছুঁই বিমান বাতিলের ঘটনায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ মুহূর্তে অসুস্থতার কারণ দেখিয়ে গণছুটিতে ৩০০ কর্মী। আর তার জেরে বাতিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৮০টি বিমান। এর জেরে সংস্থার ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল বিমান পরিষেবায় বড়সড় প্রভাব। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত বহু বিমানকর্মী আচমকা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। যার ফলে এয়ার ইন্ডিয়ার বহু বিমান বাতিল করতে হয়েছে।
সংস্থার মুখপাত্র জানিয়েছেন, কেন আচমকা এমন ঘটল তা জানতে বিমানকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। শেষ মুহূর্তে কেবিন ক্রু সদস্যদের একটা বড় অংশ অসুস্থ বলে জানিয়ে ছুটি নিয়ে নিয়েছে। যার ফলেই সমস্যা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত ৮০টি বিমান বাতিল করতে হয়েছে। বহু বিমান দেরিতে চলছে বলে জানিয়েছেন মুখপাত্র। তবে, বাতিল হওয়া বিমানগুলির যাত্রীদের টিকিটের মূল্য ফেরত অথবা অন্য বিমানে যাওয়ার সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। একইসঙ্গে এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছেন মুখ্যপাত্র।
ওদিকে এই ঘটনায় নড়েচড়ে বসেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও। এভাবে শতাধিক কর্মীর গণছুটি নেওয়া ও তার জেরে প্রায় ১০০ ছুঁই ছুঁই বিমান বাতিলের ঘটনায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। একইসঙ্গে এই ঘটনার আশু সমাধান করারও নির্দেশ দিয়েছে মন্ত্রক। পাশাপাশি, ডিজিসিএ বিধি অনুসারে যাত্রীদের সবরকম সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। সংস্থা সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কর্মীদের সংঙ্গে সংস্থার অসন্তোষ চলছিল। সংস্থার বিরুদ্ধে কর্মীরা তাঁদের মূল্যবোধে আঘাত হানার মত গুরুতর অভিযোগও এনেছিল। এমনকি তাঁরা ন্যূনতম সুযোগ-সুবিধাও পান না বলে অভিযোগ করেছিলেন কর্মীরা।
UP Shocker: স্বামীর গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা দিয়ে স্ত্রীর ভয়ংকর কাণ্ড...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)