AIPMT শীর্ষে হরিয়াণার বিপুল, রাজস্থানের খুশি, জেনে নিন আপনার ফলাফল

সোমবার অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্টের ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছেন হরিয়াণার জিন্দ জেলার বিপুল। দ্বিতীয় হয়েছেন রাজস্থানের খুশি তিওয়ারি।

Updated By: Aug 18, 2015, 02:52 PM IST
AIPMT শীর্ষে হরিয়াণার বিপুল, রাজস্থানের খুশি, জেনে নিন আপনার ফলাফল

সোমবার অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্টের ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছেন হরিয়াণার জিন্দ জেলার বিপুল। দ্বিতীয় হয়েছেন রাজস্থানের খুশি তিওয়ারি।

পরীক্ষারা জন্য নাম রেজিস্টার করেছিলেন ৬ লক্ষ ৩২ হাজার ৬২৫ জন। ফর্ম ডাউনলোড করেন ৪ লক্ষ ২২ হাজার ৮৫৯ জন। সারা দেশের মোট ৫০টি শহরের ১,০৬৫টি কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা।

গত ৩ মে হয়েছিল এআইপিএমটি-র পরীক্ষা। কিন্তু, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে পের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সু্প্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী ২৫ জুলাই ফের পরীক্ষা নেয় সিবিএসই।

 

.