‘ভুয়ো’ মৌলানাদের তালিকা তৈরি করছে মুসলিম পার্সোন্যাল ল’ বোর্ড

Updated By: Sep 16, 2017, 07:02 PM IST
‘ভুয়ো’ মৌলানাদের তালিকা তৈরি করছে মুসলিম পার্সোন্যাল ল’ বোর্ড

ওয়েব ডেস্ক:  ‘ভুয়ো’ মৌলানাদের চিহ্নিত করে তাদের তালিকা তৈরি করতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ল’ বোর্ড। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুসলিমদের বিভিন্ন ধর্মীয় বিষয়ে ওইসব মৌলানারা অনেক সময় ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন বলে মনে করছে ল’ বোর্ড। এতে মুসলিম সমাজের বদনাম হচ্ছে। এদের আলাদা করতেই এই উদ্যোগ।

সম্প্রতি অল ইন্ডিয়া আখাড়া পরিষদ দেশে ১৪ জন ভুয়ো ধর্মীয় গুরুর তালিকা তৈরি করেছে। এদের মধ্যে রয়েছে গুরমিত রাম রহিম সিং, আশারাম বাপুর মতো জনপ্রিয় ধর্মীয় গুরু। এবার সেই পথেই হাঁটতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোন্যাল ল’ বোর্ড।

বোর্ড সূত্রে খবর, মুসলিমদের বিভিন্ন ধর্মীয় বিষয়ে দেশের বহু মৌলানা কথায় কথায় ফতোয়া, বা ধর্মীয় বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন। শরিয়ত সম্পর্কে এদের জ্ঞান একেবারেই সীমিত। ফলে দেশে একটা ভুল বার্তা ‌যাচ্ছে। এইসব মৌলানাদের এখনই থামানো প্রয়োজন।

উল্লেখ, তালাকের প্রসঙ্গে দেশের বহু উলেমার  বক্তব্য ছিল, তালাক নিয়ে শরিয়তের কী অবস্থান তা ‌যদি সাধারণ মানুষের মধ্যে প্রচার করা ‌যেত তা হলে এনিয়ে অহেতুক বিতর্ক হতো না। ফলে অবাঞ্ছিত ওইসব মৌলানাদের চিহ্নিত করতে উদ্যোগ নিচ্ছে বোর্ড।

আরও পড়ুন-মার্কিন সামরিক শক্তির সঙ্গে সম-শক্তিমান হওয়াই প্রধান লক্ষ্য : কিম জং উন

.