Agnipath Scheme: অগ্নিপথ নিয়ে বিক্ষোভের মধ্যেই অগ্নিবীর নিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করল বায়ুসেনা

অগ্নিবীররা পাবেন ৪৮ লাখ টাকার জীবন বিমা। কর্মরত অবস্থায় অক্ষম হয়ে পড়লে মিলবে ৪৪ লাখ টাকা। 

Updated By: Jun 19, 2022, 12:11 PM IST
Agnipath Scheme: অগ্নিপথ নিয়ে বিক্ষোভের মধ্যেই অগ্নিবীর নিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করল বায়ুসেনা

নিজস্ব প্রতিবেদন: অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই অগ্নিবীর নিয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা। জানিয়ে দেওয়া হল বায়ুসেনায় অগ্নিবীররা কী কী সুবিধে পাবেন। অগ্নিবীর হিসেবে বায়ুসেনায় যোগ দেওয়ার মাপকাঠি কী।

অগ্নিবীর হিসেবে আবেদনকারীদের অগ্নিপথ প্রকল্পের সব শর্তে সম্মত হতে হবে। আবেদনকারীর বয়স যদি ১৮ বছরের কম হয় তাহলে আবেদনের নথিতে সাক্ষর করতে হবে তার অভিভাবককে। চাকরির ৪ বছর পর রেগুলার ক্যাডেড হিসেবে আবেদন করা সুয়োগ পাবেন অগ্নিবীররা। নিয়োগ শুরু হবে ২৪ জুন থেকে।

বয়সঃ ১৭.৫-২১ বছর।

শিক্ষা-শারীরিক মাপজোকঃ এনিয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে বায়ুসেনার ফিটনেস টেস্টে পাস করতে হবে।

সম্মান ও খেতাবঃ বায়ুসেনার মতই ভালো কাজের জন্য পুরস্কার ও খেতাব মিলবে। 

সুয়োগ সুবিধেঃ বছরে ৩০ দিন ছুটি পাবেন অগ্নিবীররা। চিকিত্সার সুযোগ মিলবে সেনা হাসপাতালে। চিকিত্সকের পরামর্শ মতো অতিরিক্ত ছুটি পাওয়া য়াবে। প্রভিডেন্ট ফান্ড বা গ্রাচুয়েটি পাবেন না।

ট্রেনিংঃ অগ্নিবীরকে নিতে হবে সেনা প্রশিক্ষণ।

বেতনঃ মাসে ৩০ হাজার। থাকছে বেতন বৃদ্ধির সুযোগ। এছাড়া যাতায়াত, ঝুঁকিপূর্ণ কাজ, পোশাকের জন্য খরচ দেওয়া হবে। তৈরি হবে অগ্নিবীর কর্পস তহবিল। প্রতিমাসে সেই তহবিলে টাকা জমা পড়বে।

বিমাঃ অগ্নিবীররা পাবেন ৪৮ লাখ টাকার জীবন বিমা। কোনও অগ্নিবীরের মৃত্যু হলে কর্প তহবিলের অর্থ পাবে তার পরিবার। কর্মরত অবস্থায় অক্ষম হয়ে পড়লে মিলবে ৪৪ লাখ টাকা। 

আরও পড়ুন-Agnipath Scheme: অগ্নিপথ-ক্ষোভে 'সংরক্ষণ' মলম, একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.