তেলেঙ্গানা নিয়ে আন্দোলন আরও তীব্রতর হচ্ছে
হায়দরাবাদ সহ তেলেঙ্গানা অঞ্চলের দশ জেলাজুড়ে আজ থেকে শুরু হয়েছে রেল রোকো। তার সঙ্গে সরকারি কর্মচারী, পরিবহণ কর্মী, খনি শ্রমিক, শিক্ষক ও ছাত্রদের লাগাতার ধর্মঘট আজ বত্রিশ দিনে পড়েছে।
হায়দরাবাদ সহ তেলেঙ্গানা অঞ্চলের দশ জেলাজুড়ে আজ থেকে শুরু হয়েছে রেল রোকো। তার সঙ্গে সরকারি কর্মচারী, পরিবহণ কর্মী, খনি শ্রমিক, শিক্ষক ও ছাত্রদের লাগাতার ধর্মঘট আজ বত্রিশ দিনে পড়েছে। পৃথক রাজ্যের দাবিতে টানা আন্দোলনে কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজ্য প্রশাসন। অবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে সেটা বুঝতে পেরেই আগাম সতর্কতা হিসেবে টিআরএস প্রধান চন্দ্রশেখর রাওয়ের পুত্র কে টি রামা রাও ও কন্যা কবিতাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। আটক করা হয়েছে বহু টিআরএস এবং কংগ্রেস নেতা কর্মীকেও। পৃথক তেলেঙ্গানার ঘোষণা শেষ মুহূর্তে আটকে রয়েছে। আর একথা বুঝতে পেরেই পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের মাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে টিআরএস-এর নেতৃত্বে তেলেঙাগানা জয়েন্ট অ্যাকশন কমিটি। গত একমাস ধরে চলছে বাস ধর্মঘট। সামিল হয়েছেন সত্তর হাজার কর্মী। তার ওপর শনিবার থেকে শুরু হয়েছে রেল রোকো। হায়দরাবাদ-সহ তেলেঙানা অঞ্চলের দশটি জেলায় মুখ থুবড়ে পড়েছে রেল পরিষেবা। বাতিল করা হয়েছে একশো চব্বিশটি ট্রেন।একদিকে লাগাতার ধর্মঘট। তার ওপর রেল রোকো। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আঁচ করে টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র কে টি রামা রাও ও কন্যা কে কভিতা-সহ বেশ কয়েকজন নেতাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। রাজ্যজুড়ে ধর্মঘটকারীদের পুলিস ধরপাকড় শুরু করে দিলেও এখনও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত না পৃথক রাজ্যের ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর পৃথক তেলেঙ্গানা প্রায় নিশ্চিত হলেও মূলত দুটি কারণে আটকে রয়েছে আলাদা রাজ্যের ঘোষণা। কেন্দ্রের আশঙ্কা তেলেঙ্গানা ঘোষণার সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড আন্দোলন মাথাচাড়া দেবে। দ্বিতীয় সমস্যা, রাজধানী শহর হায়দরাবাদ। তেলেঙ্গানাপন্থীদের দাবি, উনিশশো ছাপ্পান্ন সালের আগে যখন দুটি রাজ্য আলাদা ছিল তখন হায়দারাবাদ তেলেঙ্গানার সঙ্গেই ছিল। তাই হায়দরাবাদ ছাড়া পৃথক তেলেঙ্গানা তারা গ্রহণ করবেন না। অন্যদিকে, সীমা এবং উপকূলবর্তী অন্ধ্র, রাজধানী হায়দরাবাদকে ছাড়তে নারাজ। আর সেখানেই সবচেয়ে বড় সমস্যায় পড়েছে কেন্দ্রীয় সরকার।