ন্যাশনাল পেনশন স্কিমে বয়সসীমা বেড়ে হল ৬৫

Updated By: Sep 11, 2017, 09:03 PM IST
ন্যাশনাল পেনশন স্কিমে বয়সসীমা বেড়ে হল ৬৫

ওয়েব ডেস্ক: ন্যাশনাল পেনশন স্কিমে (এনপিএস) বয়সের উর্দ্ধসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হল। দ্য পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটির (পিএফআরডিএ) চেয়ারম্যান হেমন্ত কনট্রাক্টর একটি সম্মেলনে জানান, "সুপারঅ্যানুয়েশন ফান্ড এনপিএস-এ স্থানান্তরিত করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে রেগুলেটরি বোর্ড। অচিরেই নির্দেশিকার মাধ্যমে এই সংক্রান্ত ঘোষণা করা হবে"।

এতদিন পর্যন্ত ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত বয়সসীমার মধ্যে থাকা ব্যক্তিরা এনপিএস ব্যবস্থায় অংশ নিতে পারত। কিন্তু এবার থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত তা বর্ধিত করা হল। উল্লেখ্য, ৭০ বছর বয়স অবধি এই স্কিমে টাকা জমানো যায়। যেসব ক্ষেত্রের কর্মীরা পেনশনের সুবিধা গ্রহণ করতে পারেন না, মূলত তাঁদের জন্যই ন্যাশনাল পেনশন স্কিমের ব্যবস্থা বলে জানিয়েছেন হেমন্ত কনট্রাক্টর।

.